।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -১২।।
শীত ও সুভাষচন্দ্র
জয়ন্ত চট্টোপাধ্যায়
আমাদের এখানে খুব শীত।আমাদের এখন
খুব শীত করে। জাড়ে কাঁপে বুক পৌষ বা বৈশাখ।
ঋতুগুলো সীমানা ভেঙে কেমন উলটপালট।
আনঘরে ঢুকে যায় হাওয়া। দেশভাগের
টালমাটাল।এলোমেলো দাগ।
দীর্ঘতর শীত। কাঁপুনি প্রবল।
শীতের সঙ্গে ভয় বেশ সমানুপাতিক।
ঝাঁক ঝাঁক নেপো খায় খই- দই - ক্ষীর।
আমাদের খুদকুঁড়ো।বড়োজোর খুদঘাঁটা।
গরমজামা নেই,লেপ তোশক কম্বল রাজার গল্প।
লিস্টিতে নাম ওঠে।মাইক বাজে।ডাক পড়ে।
ঘষাপায়ে যাই।খুশি নই।ছবি ওঠে।বিশবার
ঢাক বাজে।
রঙিন চটের কম্বল,বউয়ের মলিন কাপড়।দয়া!
বিচার নেই প্রতিবাদ নেই প্রতিকার স্বপ্নের সে- পারে।
নাটক দেখতে দেখতে এখন আসল ভুলেছি।
কে আছে নায়ক ? প্রবল হুংকারে রক্ত ছোটাবে?
মিথ্যার ঝড়ে গায়ে বা গতরে যারা সমাধান লেখে
সেইসব বিষকাঁটা ঝাড়েবংশে ধ্বংস করবে কেউ
সে আশায় বসে সুভাষিত সুখে যুগ কাটে, তোমাকে
পাই না।
বলো,কবে তুমি তাজা ঘোড়ার সওয়ার ফুৎকারে
উড়িয়ে দেবে দুর্নীতির শীত।নবতর রসায়নে মুছে দেবে
বিষের কাঁপুনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন