।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ২৮।।
অশোক রায়
ব ড় দি ন
১.
লম্বায় ছোট হয়েও মাথা উঁচু করে আসে বড়দিন
রাস্তাঘাটে বারান্দায় কবোষ্ণ মহার্ঘ শীত রোদ
সূর্য ডোবার সাথে সাথে মেজাজটাকে জাপটে ধরে
প্রথমে চা কফি পরে ভদকা হুইস্কির ককটেল
পার্ক স্ট্রিটের আনাচে কানাচে লাস্যময়ী ললনা
পিরিতের আভরণ ভেদ করে আলেয়ায় মিশে যায়
আসে বড়দিন রামকেক ভালোবাসা ঠাসা
গোপন কুঠুরীতে গোলাপি মনে উষ্ণ আসা যাওয়া
আলোয় সাজানো রাজপথে দুঃখী মুখগুলো
অন্ধকারেই ডুবে থাকে ...।
২.
সব অহংকার প্রভু তোমার পায়ে সপেছি
সব সুখ দলেছি হৃদয়তলে
হে জিশু মোহ মায়া হতে বিরত করো
তোমার কষ্টের ভাগীদার যেন হতে পারি
সুন্দর মুখগুলোতে হাসির ফুল মালা
পরমেশ্বর তোমাকে সর্বদা বুকে ধরি
সান্তা ঝুলি উজাড় কর আসছে বড়দিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন