লেবেল

রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

।। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ২৫।। বড়দিন — প্রদীপ্ত সামন্ত।। Ankurisha।। E.magazine।। Bengali poem in literature।।



          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ২৫।। 




বড়দিন

প্রদীপ্ত সামন্ত 


দিন সে ছোট তবুও বড় 

পঁচিশে ডিসেম্বর ,

খুশির জোয়ার আনন্দেতে 

কম্প দিয়ে জ্বর ।


এই জ্বর তো সেই জ্বর নয় 

বাড়ায় তাপমাত্রা ,

হিমেল হাওয়ায় হালকা রোদে 

বেরিয়ে পড়ার যাত্রা ।


কেক কাটা আর পিঠে পায়েস 

সকাল থেকে শুরু, 

বেলায় জমে ভুরিভোজে

পেটের গুরু গুরু।


এখন কোন জাতপাত নয় 

ধর্ম নিয়ে বড়াই ,

জীবন খাতে উঠে দেখাও 

যতই হোক না চড়াই 


খ্রিস্ট যীশু বেঁধা ক্রুসে 

তবুও হাসি মুখ ,

হৃদয় যাঁর পরিপূর্ণ 

ভালবাসা ময় বুক ।


           


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন