।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ২২।।
বড়দিন খুশিরই দিন
দীনেশ সরকার
বড়দিন তো খুশিরই দিন মেরীমাতার কোলে
আদরে আর সোহাগে যে প্রভু যিশু দোলে।
প্রশান্ত সেই দৃশ্য দেখে চিত্তে ভরে হরষ
অন্তরেতে পাই যেন গো প্রভু যিশুর পরশ।
বিশ্বপিতার আলোকমালায় ব্যপ্ত চরাচর
ক্ষমার বাণী দিকে দিকে দুঃখ-সুখের ঘর।
পাপকে ঘৃণা করতে শেখাও পাপীকে তো নয়,
প্রভুর নামটি করলে স্মরণ জীবন ধন্য হয়।
সান্তা আসে ঘুমের ঘোরে নিয়ে উপহার
মাথার পাশে রেখে হাওয়া, যায় না দেখা আর।
পক্ক কেশ আর শুভ্র দাড়ি, লাল জোব্বা গায়ে
খোকা-খুকুর ভীষণ প্রিয়, ভাসে খুশির নায়ে।
এসো সবাই আশিস মাগি প্রভু যিশুর কাছে
দূর করে দাও আঁধার-কলুষ মনে যত আছে।
চাই না বিত্ত, শুদ্ধ চিত্ত দাও হে প্রভু সবে
ভালোবাসায় দাও ভরিয়ে, জীবন ধন্য হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন