।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ১৮।।
প্রভু যীশু
অণিমা গুছাইত
খ্রিষ্টজা আজ জন্ম নেবে ধরণী
প্রতিটি মানুষের অন্তরে
বেথলে হেমে গোয়াল ঘরে
আর নয় আর নয়
হোক প্রতিটি মানুষের অন্তরে।
অশান্ত পৃথিবী শান্ত হোক
শান্তির জলে ভাসুক
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষগুলো
অন্তরে জীবনে ফিরে আসুক।
ভ্রান্তির পথ ছেড়ে ভ্রান্ত লোক
সত্যের পথে চলুক
অন্তরো নেত্র সবাই খুলে
জীবন্ত প্রভুর বাণী জানুক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন