লেবেল

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর ২।। গোবিন্দ মোদক এর কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর ২।। 



গোবিন্দ মোদক এর কবিতা 




১.

ডিসেম্বর এসে গেলে 

 

 ডিসেম্বর এসে গেলে আসে বড়োদিন, 
 গুনে নাও বেশ করে এক, দুই, তিন। 
 এভাবেই এসে যায় পঁচিশে ডিসেম্বর, 
 খ্রিস্টান সমাজের সবচেয়ে বড় আড়ম্বর। 
 কথিত আছে এইদিন জন্মদিন যীশুর, 
 পৃথিবীর অন্যতম সেরা পবিত্র শিশুর। 
 পৃথিবীতে তাকে আমরা যীশুখ্রীষ্ট মানি, 
 প্রচার করেন প্রেম ও অহিংসার বাণী। 
 বড়দিন উপলক্ষ্যে চার্চ ওঠে সেজে, 
 ফুল-আলো ঝলমল, বাজনায় বেজে। 
 গীর্জায় গীর্জায় হয় প্রার্থনা যে কতো, 
 জাতি-ধর্ম নির্বিশেষে মাতে কোটি-শত। 
 একদিনের উৎসব সাত দিন-ই চলে, 
 বেড়ানো, খাওয়া-দাওয়া সব দলে দলে। 
 নতুন বছরকে ডেকে "বড়দিন"ই আনে, 
 আনন্দ এনে দেয় সবার মনে প্রাণে। 



২.
বড়দিন ! বড়দিন 


বড়দিন, বড়দিন ! ঝলমলে কী রঙীন !! 
চার্চেতে উপাসনা ! যীশুর জীবনী শোনা !! 
আলোকেতে ঝলমল! মাঠ জুড়ে কতো স্টল !! 
বসেছে খ্রীষ্ট-মেলা ! সার্কাস, জাদু খেলা !! 
নাগরদোলায় চড়া ! মেরি গো রাউন্ডে ঘোরা !! 
যীশুর ছবিটা কেনা ! যোশেফ-মেরীকে চেনা !! 
কতো স্টল খাবারের! সাথে মজা ঢের ঢের !! 
ফিরে এসে বাড়িতে ! খাওয়া রকমারিতে !! 
পেস্ট্রি আর কেক ! বড়দিনে হ্যান্ডশেক !! 
রাতে ঘুম মোজা রেখে! মাঝরাতে কোথা থেকে!! 
সান্তাক্লজ দাদু আসে! ছোটদের ভালোবাসে !! 
রেখে যায় উপহার ! অসীম দয়া যে তাঁর !!
প্রতিবার শীতে তাই ! মন খুব খুশি হয় !! 
বড়দিন, বড়দিন ! ঝলমলে কী রঙীন !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন