লেবেল

মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

।।আলোর উৎসব--২৩।। নিমাই জানার কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





।।আলোর উৎসব--২৩।। 




নিমাই জানার কবিতা






১.
 অগ্নিকুণ্ড ১ অথবা লাল মেহগনির মতো ছিন্নমস্তা


ট্রিপসিন ঈশ্বরী রগরগে ছায়াবৃত্ত আঁকছে , এমন নগ্ন দৃশ্যের পর আমি পরাভূত আগুনের মতো একটা গ্রহকাল ও থিটা দৈর্ঘ্যের চেয়েও আরো সুক্ষ্মতম কোন লিম্ফোসাইটের রক্তাক্ত কাটা মুন্ডুর লৌহ চিতা , মৃদু মৃদু ধোঁয়া উড়ছে অগ্নিকুণ্ড থেকে , কাঠের শরীরের মতো বিচিত্রবীর্য, 
কি বিষাক্ত দাঁত দিয়ে আমি নিজের লিঙ্গতন্ত্র ছিঁড়ছি সাদা কাপে জমে আছে কালো গরুড়ের পায়খানা ,জলন্ত অগ্নিকুণ্ডের তিনটি দাঁতওয়ালা জ্যোতির্ময় জ্যোতির্বিদ নেমে আসছে , আমি পাতালের কপিধ্বজ নিজের দহন ছাই জমিয়ে রাখছি ত্রেতা যুগ থেকে
দুই হাতে অট্টহাস্যের ভঙ্গিল দাঁত , পাথরকুচির ছায়া আর কিছু লিঙ্গতন্ত্রের লিঙ্গহীন মৈথুন রাতের নিশি যাপনের আদিম অন্ধকার
দাউ দাউ জ্বলছে আগুনের হোলিকা , এখানে সকলের কোন তারল্য মার্কা রিপু থাকতে নেই , বাঞ্ছা কল্পতরু শুয়ে থাকেন ঘুমের ভেতরে , আদিম নক্ষত্র লোক কিছু রক্তিম আবহবিকার , রক্তের নিরাপদ দানা ও মাংসল জরায়ু ভর্তি দুধ পোড়া নাভিগুলো চেটে চেটে খাচ্ছে ধূর্ত শেয়াল সেজে। 





২.
অগ্নিকুণ্ড ২ ও ছায়া মন্থনের উৎস বীজ সমগ্র

বিষাক্ত হয়ে উঠছেন তিনি, এ জগতের দিকে নিজের কাটা মুন্ডুটাকে ছুঁড়ে দিচ্ছেন বারবার ,  সব ধাতব অথবা অধাতব ঝলসে উঠছে রক্ত ও ব্রহ্মাস্ত্রের লোহিত কণিকার এক একটা সিমবায়োসিস পানশালার পিচকিরি , গলা কাটা সঙ্গম আসুক এই বেলায় ঈশ্বর নিজের অনুর্বর ক্ষেত্রফলে ছড়িয়ে দিচ্ছে এক একটা দান বীজের ব্রহ্মগিরি , ছায়াকে মন্থন করছে কেউ জীবন্ত নক্ষত্রের প্রহর পেরিয়ে । মন্থন করছে নিজের মহাশূন্যে ভেসে থাকা একটা সপ্তর্ষিমণ্ডল মহাত্মা ছায়াকে , গর্ভবতী হচ্ছে ঈশ্বর নিজেই
নেমে আসুক আলোকাসক্ত ঋষির নীল নীল হলায়ূধ সুমেধু  , একাদশী রুদ্র ছায়াঘোর মায়াঘোর নীল নর্তকের সঙ্গম ঘোর , এই প্রারদ্ধ সময়ে আমার ত্বক উলঙ্গ করে একটা কালপুরুষ থেকে নির্গত রুদ্রানী ও কিছু বিশুদ্ধ আগ্নেয় ফলক জ্বেলে দেবে ,
জীবিত ভস্ম আমি এই মহাকাল খণ্ড নিয়ে অতীব খনির ভেতর থেকে কিছু অপরা তেজস্ক্রিয় ছায়াকে হত্যা করে লাল বারুদ চেটে খেতে থাকব নপুংসক জিভের ডাইক্লোফেনাক দিয়ে  , ক রঙের বিষ্ণু এবার সৌখিন মৃতাত্মার প্রলয় চক্র চালনা করবেন সদ্যোজাত ইন্দ্রিয় পুরীর দিকে , আকাশবাণী হচ্ছে মরুৎ এ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন