।।আলোর উৎসব--২১।।
ভূত চতুর্দশী
প্রদীপ্ত সামন্ত
ঘুটঘুটে রাত নিশায় অমা
এই দিন ভুত চতুর্দশী ,
ফুটে রয় লক্ষ তারা
আকাশে নেই যে শশী ।
দুমদাম ফাটছে বোমা
আকাশে আতস বাজি,
প্রদীপের আলোক মালা
মণ্ডপ উঠছে সাজি ।
শ্যামা মা নীল বা কালো
পদতলে শিবজী সাদা ,
থাকে যদি মা ও বাবা
কাটাবো সকল বাধা ।
বুড়িমার চকলেট বোম
মাটিতে চরকি বাজি ,
ফুলঝুরি দিলেও হাতে
ধরতে হয় না রাজি ।
আলোতে নানান যে রঙ
তুবড়ি রংমশালে ,
বাতাসে উড়ছে পোকা,
বসছে নাক কপালে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন