।।আলোর উৎসব--১৬।।
আলোর উৎসব
দুর্গাদাস মিদ্যা
মানবের মন ঘন অন্ধকার
আলোর দরজা খুলে দেবার মানুষ কোথায়?
স্বার্থান্ধ সব শুধূ কলরবে মেতে থাকে কিছু পাবে বলে।
প্রতিদিনের চলাচলে উঠে আসে যে কদর্য রূপ
তার অবসান দিতে পারে যে আলোর সন্ধান তার অস্তিত্ব
অনস্তিত্বের কাছে বসে থাকে ম্রিয়মান মুখ কালো করে।
তাই ঘরে ঘরে বৃথাই আলোর উপাসনা করে
নানা কায়দায় কসরতে মেতে ওঠে আলোর উপাসনায়
কিন্তু হায় সব বৃথা যায় হৃদয়হীন আলোর বন্দনায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন