।।আলোর উৎসব।।
বিদ্যুৎ মিশ্র এর কবিতা
১.
আলোয় ফেরা
সাঁকোর উপর হেঁটে যায় কিছু মানুষ ,
দূরে তখন সূর্য ঢলে পড়ে ঈশান কোণে।
একটা নতুন দৃশ্য চোখে পড়ে সেই সময়,
দূরে কোথাও একটা ডাহুক ডেকে উঠলে
মনে হয় এই বুঝি রাত্রি নামলো:
এবার অন্ধকারে ঢেকে যাবে সারা গ্রাম।
বাড়ি ফেরার খুব তাড়া।
আরো দ্রুত পা চালায় সেইসময়
মানুষের চাপে একটু একটু দুলে ওঠে দূর্বল সাঁকো।
নিচে কলকল বয়ে যায় কুমারী নদী
সবার বাড়ি ফেরার একটাই সম্বল।
আকাশে যেই চাঁদের আলো ফুটে ওঠে
অপরূপ শোভা পায় কুমারী নদীটি;
জোছনার আলো মুছে ফেলে সব অন্ধকার।
সাঁকোর উপর হেঁটে যায় কিছু মানুষ
ঠিক যেন অন্ধকার থেকে আলোয় ফেরা।
২.
আলোর উৎস থেকে
কী বিষন্নতা আকাশে, একটিও তারা ফুটে ওঠেনি
বাতাস যেন অচল হয়ে আছে
অবকাশ সময়ে বেশি মন খারাপ হয়, চাপ বাড়ে।
বিষণ্ণ প্রকৃতির এই হঠাৎ চুপ হয়ে যাওয়া
অনেক কিছুই বলে দেয়। ক্রমে রাত বাড়ে
ধীরে ধীরে জমা হয় কুয়াশা বিন্দু
এমন তো কথা ছিল না কিছু
সব মন খারাপ ধুয়ে দেয় আলোর রোশনাই
এসো আলোর গান গাই
নতুন প্রভাতের মতো জেগে উঠুক সারা প্রকৃতি
ফুলে ফুলে ভরে উঠুক নিষিদ্ধ বাগান
এসো আলো রাঙিয়ে দাও তোমার রঙে
আজ অন্তত হাসি ফুটে উঠুক
চুপ হয়ে যাওয়া বাচ্চাটির মুখে।
জোছনার উৎস থেকে ভরে উঠুক সারা প্রান্তর
জোনাকির আলো আর রাত্রের মাদকতা নিয়ে
এসো আমরা একটা নতুন আকাশ গড়ে তুলি।

দুটি কবিতাই খুব সুন্দর। সাধুবাদ জানাই।
উত্তরমুছুন