উন্মুক্ত কবিতা -২৭
সোমা চক্রবর্তী-এর কবিতা
১.
কাছে আছি, কিন্তু
দূরে...
ওই মনের মধ্যে 'গান' যেমন
ভেসে যায়...
২.
যখন বিবেক জাগ্রত হয়
সরে সরে আসি
ঠেকে ঠেকে যায় গতিপথ
নদী যায় সরে সরে
অন্তঃসলিল!
মুখ বুজে থাকে নদী
অসমাপ্ত...
৩.
চৌকাঠ পেরিয়ে গিয়েছি
অনেক বছর আগে! কিন্তু...
শরীর টা'কে রেখেছি, তার মধ্যে, কেনো না
লোকের কাছে দ্যাখানো সম্মানটা'ই
বড়!
আমাদের সমাজে...
৪.
এখন কিছু করার নেই!
না আছে নিজের কাণ্ড
মাটি থেকে নেবো, জীবন-সুধা...
সূর্যের আলোয়, ক্লোরোফিল-এ হবে খাদ্য
সে টি হবার জো নেই!
পরগাছা হয়েই কাটানো...
কাটিয়ে দেবো না হয়, আরও ক'টা
দিন-মাস-বছর!
কবিতার জন্ম হোক, কবিতার
জন্ম হোক...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন