লেবেল

বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -১৯।। নিঃশব্দে — দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




উন্মুক্ত কবিতা -১৯




নিঃশব্দে

দীপক বেরা 



বেহিসাবি কথার ফাঁদে পড়ব না বলেও
পড়ে যাই পরিকল্পিত ফাঁদে
বোধি থেকে বিচ্ছেদ ঘটায় ভ্রান্ত পথ ঘাট
প্রতিটি খেলার মাঝে পোষ মানে পোড়া হৃদয় 
পড়েছি রাহুগ্রাসে, ভেসে যাচ্ছি স্রোতে
জানি না কূলের ঠিকানা... 

ডানাভাঙা পতঙ্গ আজ 
সময়ের কাছে বসেছি একা
দৃশ্য দেখি, প্রতিটি দৃশ্যের সাথে অঙ্ক কষি
সমীকরণটা মিলছে না কিছুতেই 
পক্ষাঘাত থেকে এই তো ফিরেছি সবে
আবারও হিমযুগ, আবারও সন্ধ্যা নামে
অর্ধ-জাগরণে, অর্ধ-তন্দ্রায় দেখি
কালরাত্রি ঘনায় নিঃশব্দে প্রেরণাপূর্ণ নরকে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন