লেবেল

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -১১ ।। নিরাময় - ভবানীশংকর চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




উন্মুক্ত কবিতা -১১




নিরাময়

ভবানীশংকর চক্রবর্তী 


বৃষ্টির জলে নেয়ে 
চিকন রোদ্দুর মেখে গায়
মোহন সকাল এলে মনে হয়
উৎসবের ঋতু এসে গেল 
শিউলিসুবাসে মায়ের গন্ধ
সোনাঝিকমিক শিশিরে আহ্লাদের হাসি

এসব কথা অতি পুরাতন
বরং সত্যি যেখানে আছি
সেই দেশকাল ও তার অসুখ নিয়ে কথা খুব জরুরি এখন
নিষ্ফল বোলচাল কিংবা বিনোদন বিজ্ঞাপনে তার নিরাময় কি সম্ভব কখনো?

চেতনায় যদি থাকে নিবেদন
সর্বমঙ্গলমঙ্গল্যে সর্বার্থ সাধনায়
একদিন শারদ-প্রাতে সত্যিই 
নির্মেঘ আকাশ থেকে ঝলমলে রোদ্দুরের মতো 
নেমে আসবে নিরাময়

তখন ফুলেশ্বরীর শঙ্খে বেজে উঠবে আগমনী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন