লেবেল

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —২৭।। বছর চল্লিশ পর — সোমা চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


  শরতের আগমন —২৭


বছর চল্লিশ পর 

সোমা চক্রবর্তী

রাত পোহালেই মহালয়া 
আসবে নতুন ভোর 
পথ চেয়ে তাই রাত্রি কাটাই 
বন্ধু, আমি তোর
স্কুল ড্রেসেতেই দেখতে পাবো
সেই সোনা'দের কাছে
হয়নি মলিন স্মৃতিগুলো
সব যে মনে আছে
এতদিন যারা বুকের ভিতর 
লুকিয়ে চুপটি করে
কালকে আবার কাছে পাব
বলবো হাতটা ধরে 
চল ফিরে যাই আগের দিনে 
সেই যে ছোটবেলায় 
হারিয়েছিলো যা কিছু সব
বড়ই অবহেলায়
আবার ফিরে পেলাম তোদের 
ছিলি সবাই প্রাণে
আজকে আবার আনন্দে তে 
মাতবো সবাই গানে !!

1 টি মন্তব্য: