স্বাধীনতা বিষয়ক কবিতা —১১
কার পতাকা কার হাতে
বিকাশ চন্দ
কোন গাছে কি ফুল কি ফল পাতা
মাটি জল আর শিকড়ের কি সম্পর্ক কত গভীরে
অদৃশ্য সে অপরূপ বাঁধন জননী রক্তে প্রতিমা জনম
জনমভোর দেশ মাটি সীমারেখা ভুলে দেছুট
তবুও হা-হুতাশ বড়ো বুকে বাড়ে গোপন বিষাদে
বহুদিন চলে গেছে কোনো দরজায় আসেনি সত্যি সুসময়
কার প্রতীক কোন পতাকায় কেমন স্বাধীনতা অবিচ্ছিন্ন
কার নৈবেদ্য কার অর্ঘ্যদান থালায় ঢেকে আছে অখণ্ড শরীর
অজস্র না চেনা মানুষের ভিড়ে আশ্চর্য অন্তরঙ্গতা
ধুলোমাটি শস্য ক্ষেত্র কচুর লতি বন আলু কলমি লতা জল জঙ্গল
একাকার মানুষের সংসারে সুখ দুঃখের অজস্র হিসেব নিকেশ
সে এক অন্যরূপ অসহ্য ভাঙা শরীরে আজ আনন্দ মোচ্ছব
স্মৃতির ব্যথায় ডাঁয়ে বাঁয়ে ভাষাহীন বিতৃষ্ণায় বিচ্ছিন্ন জীবন
প্রেমহীন সকল শ্যামল শরীর তোলপাড় জন অরণ্য
রাজাই ভুলে গেছে তার ধর্ম কার জন্য কার সিংহাসন
তবুও অন্তরে অবারিত খেলা ঘর দে উড়ান পাখি মন
আড়ালে বিপদ সংকেত তবুও এখানেই চাই পরিত্রাণ
এসো ছুঁয়ে থাকি পরস্পর ভুলে যাই কার পতাকা কার হাতে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন