লেবেল

রবিবার, ৬ আগস্ট, ২০২৩

অভিজ্ঞতা —৭।। অঙ্কুরীশা : একটি মুক্তমঞ্চ — দুরন্ত বিজলী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অভিজ্ঞতা —৭



অঙ্কুরীশা : একটি মুক্তমঞ্চ

দুরন্ত বিজলী

মুক্তির আনন্দে পাখির মতো উড়ে বেড়াতে চাওয়া সৃজনশীল মানুষের কাছে অঙ্কুরীশা পত্রিকা একটি মুক্তমঞ্চ। মনের অভিব্যক্তি প্রকাশ করে কবি সাহিত্যিকেরা তৃপ্তি বোধ করেন। কারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক বিমল মণ্ডলও মুক্তমনা মানুষ। তাঁর বিনম্র উচ্চারণে আহ্বান কবিসাহিত্যিকদের আগ্ৰহী করে তুলে অঙ্কুরীশা পত্রিকায় লেখার জন্য। নবীন-প্রবীণ সকল লেখক-লেখিকার প্রবেশ
অবারিত । আমি দীর্ঘ সময় ধরে অঙ্কুরীশা পত্রিকায় লিখে আসছি এবং অবশ্যই নিয়মিত পাঠক। বিষয় ভিত্তিক কবিতা ও গদ্য প্রকাশের এই আয়োজন উদার ও উন্মুক্ত। বিষয়গুলিও চমৎকার। অনলাইন ও অফলাইন দুই ধরনের অঙ্কুরীশা পত্রিকায় লেখার সুযোগ থাকে। পুজো সংখ্যা ভালো হয়। এই ধরনের পত্রিকা নিয়মিত রাখা কঠিন কাজ। কিন্তু সম্পাদক মহাশয় শুরু থেকে আজ পর্যন্ত অবিচল থেকে ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন। তাঁকে এ জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। অঙ্কুরীশা পত্রিকা এগিয়ে চলুক, আরও দীর্ঘ পথ পাড়ি দিক , এই কামনা করি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন