স্বাধীনতা বিষয়ক কবিতা —১৩
আগস্টের পনেরো তারিখ
দীপক বেরা
শুনছ তো, আগস্টের পনেরো তারিখ?
তুমি যেদিন প্রথম এলে—
তখন আবহাওয়া মনোরম ছিল বেশ
তোমাকে পছন্দ করেছিলাম
ভালোবেসেছিলাম, খোশমেজাজে
কত কাহিনি, গল্প করেছিলাম
কাহিনি ও কথন থেকে দৃশ্যের পর দৃশ্যগুলো
সরে সরে গেছে তারপর...
এখন বুঝতে শিখেছি, শুনছ পনেরো তারিখ?
ওসব মাগনায় পাওয়া কাঁচা অনুভব
প্রেমিক হতে নেই, যাদের নিঃশ্বাসে আগুন ঝরে
চিতাকাঠ জ্বলে চৌকাঠে চৌকাঠে
সূর্যাস্তের পর আমাদের আবার গল্প শুরু
গোড়ালিতে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা
হাঁটতে পারি না আর, পরাধীন জীবন এখন
পোষ মেনে পড়েছি আজ নিজেদের ফাঁদে
আলো ক্ষীণ, নুব্জ ফাঁপালো শরীর
তন্ত্রের গভীরে চোখ রেখে দেখো কতটা অসুখ!
'১৫ই আগস্ট' এলে উৎসব উদযাপন
শাসকের হৈ-হৈ তেরঙ্গা তোলার হিড়িক
'স্বাধীনতা' কাকে বলে, কেউ কি জানে
সে কি কোনও আজব বস্তু অলীক?
বলো না গো, আগস্টের পনেরো তারিখ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন