রম্য কবিতা —১০
কথা -- ৬
জয়ন্ত চট্টোপাধ্যায়
যে কথায় মিশেছিল গান,শব্দ কণ্ঠ সুরের নির্যাস
তার জন্য প্রতীক্ষাও মধুময়,মুহূর্তেরা বকের পালক
ঝরনার কলতান বুনোফুল-মধুকর কথা নরম বাতাস
তার জন্য ফেলা যায় আশ্চর্য লোভ আর আকাঙ্ক্ষার সুখ।
সুন্দরের হাতছানি পেলে তুচ্ছ করি তপস্যার ফল
কে বলেছে অস্থায়ী সব? কে বলেছে মায়ার কুয়াশা?
সুন্দরের স্তবে যদি হিসেবের কাঁটা তৃপ্তি যায় দূরের দিশায়
চেতনাগর্বিত মগজের ভাঁজে লেখা রূপ আর অরূপের দিশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন