লেবেল

রবিবার, ২ জুলাই, ২০২৩

রম্য কবিতা -৩।। বানপ্রস্থ — সমাজ বসু।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


রম্য কবিতা -৩


বানপ্রস্থ

সমাজ বসু


অনেকদিনের সঙ্গী ওরা,ছিলই তো বেশ ভালো
দাম্পত্য জুড়ে খুশির সুর ছন্দ আলো।

হিংসুটে সব আত্মীয়রা এলো ভ্রমণছলে,
সন্দেহ ভয় অবিশ্বাস আর মিথ্যা দলে দলে।

আরও ছিল স্যুটেড বুটেড শ্রীমাণ প্রতারণা,
বিষিয়ে দিলো, বিন্দু বিসর্গ ওরা জানল না।

আস্তে আস্তে দখল করে নিল ওদের ঘর,
আত্মীয়দের কলকাঠিতে ওরাই যাযাবর।

"এ নীড় ছেড়ে যাওয়াই ভাল", সময়েরই মতে---
আনন্দ আর শান্তি গেল বানপ্রস্থের পথে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন