লেবেল

মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

রম্য কবিতা —১২ ।। অন্তরা কলমসই নয় — বিকাশ ভট্টাচার্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




রম্য কবিতা —১২



অন্তরা কলমসই নয়

বিকাশ ভট্টাচার্য 


কী একটা তোলপাড় চলছিল অবচেতনে। বাড়ি ফিরে মনে হলো কিছু একটা রয়ে গেছে অন্তরার ঘরে। কী এমন হোতে পারে ? মানিব্যাগ চশমা তো সঙ্গেই আছে। কলম ? আর যাই হোক, ঘা আর মলমের মতন, অন্তরা একেবারেই কলমসই নয়। তাহলে কী এমন রয়ে গেল অন্তরার ঘরে। তুই ফেলে এসেছিস কারে , মন রে আমার ?

শুরু করি শরীরী তদন্ত। জামার পকেট থেকে দুটো অক্ষতনবীন পঞ্চাশ টাকা উঠে এলো হাতে। মুঠোফোন বিছানার ওপর। রিস্টওয়াচ বালিশের পাশে। আর কলজের মতো লাল ডায়েরিটা নিশ্চিন্তে আছে আগুনের পাশে কাঁধে ঝোলানো ব্যাগের ভেতর। 

মনে পড়ছে টেবিলে রাখা সুদৃশ্য দুটো চায়ের কাপ। কাপ থেকে উঠছে সুগন্ধি চায়ের ধোঁয়া। অন্তরার ঠোঁটে গালে তখন চিকচিক করছে জলজ্যোৎস্না। আর আমি উবু হয়ে গভীর জলের নিচে হাতড়ে চলেছি...হাতড়ে চলেছি...

কোন কিছুই ঠিকঠাক মনে পড়ছিল না তখন। এখনও না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন