লেবেল

মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় -২।। শূন্য — সুজিত রেজ।।Ankurisha E.Magazine।। Bengali poem in literature।।

 





কবিতায় বর্তমান সময় -২



শূন্য 

সুজিত রেজ


দৈব ষাঁড় 

খসে যাওয়া শিং

নাকের ডগায় 

বিএসএফ হাসি


সাঁতালি চুড়ো

কালনাগিনীর ডিম

কাঁকতালে কাঁদে

বেহুলাবাঁশি


বালিবাউল মাঠ

যোগিনী সাঁতার

নলেন হাওয়ায়

রাত্রি দাসি


ছিনেল চঞ্চু

লিমেরিক তিল

মৃদু ভূমিকম্প

ভণিতা ভাসি।

৬টি মন্তব্য: