কবিতায় বর্তমান সময় —১৪
চুপ
মৃণাল চক্রবর্তী
হিসসস্, সব চুপ
একদম কথা নয়
দ্যাখো, সবাই কেমন ভাতঘুমে ডুবে আছে
কী প্রশান্তি চোখে-মুখে
যেন কতদিন ঘুমোতে পারেনি
আঃ, যত জুটেছে ওই মিডিয়া না কী বলছে
কথা নেই বার্তা নেই
পেয়েছে এক ক্যামেরা আর কি যেন বলে
ধুর বাপু, বয়স হয়েছে, মনে রাখতে পারি না
সকাল নেই, দুপুর নেই, রাত নেই
সমানে চেঁচিয়ে চলেছে
ধর্ষণ, চুরি আর খুন
ক্যানো বাপু হে, একটু নাম কীর্তন তো শোনাতে পারো
তোমাদের পূর্ব পুরুষরা কি একটু ভালো কথাও শেখায়নি
দ্যাখো না দ্যাখো, কই আমরা কেমন দিব্যি আছি
মেয়েগুলোরও বলিহারি
কী দরকার যখন তখন বাইরে যাওয়া
মেয়ে হয়ে জন্মেছিস
ঘরে থাক না বাপু, মায়ের সঙ্গে হাত মেলা
বিয়েসাদি করে স্বামীসেবা কর
ছেলেমেয়ে বিয়োতে থাক বছরে বছরে
ওহ্ না না না, তার তো আবার কী সব আইন কানুন
কি বলে, নিউক্লিয়ার ফ্যামিলি
ছোটো পরিবার, সুখী পরিবার
কথার যেন খই ফুটছে
আর সুখ, সে তো বৃষ্টিধারায় ঢল নেমেছে
সেই ধারায় ভেসে চলেছি সকাল থেকে সন্ধে
জানিস তো, বাইরে এখন ঘোর অন্ধকার
খবরদার বলছি, এক পা-ও এগোবি না
অন্ধকার গায়ে জড়িয়ে ওঁত পেতে বসে
শেয়াল কুকুর আর ছিঁচকে শকুনেরা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন