কবিতায় বর্তমান সময় —৮
এক পশলা বৃষ্টি
গোবিন্দ মোদক
আষাঢ় আসার আগেই তুই
লিখেছিলি চিঠি,
এক পশলা বৃষ্টি দিও
ইতি- তোমার মিঠি।
তোর –
আবদারেতে আবেগ খুঁজি
খুঁজি বাদল মেঘ,
দুপুর শেষের পূব-আকাশে
বাঁধভাঙ্গা আবেগ।
হঠাৎ করেই এক পশলা
তোরই কথা মতো,
বুকের ভিতর ঝরিয়ে দিলো
আবেগ ছিল যতো।
এক পশলা! এক পশলা!!
আসিস আমার বাড়ি,
মিঠিরাণী ফ্রক ছেড়ে আজ
পরবে প্রথম শাড়ি!!

ভালো লাগলো কবিতাটি। সুন্দর।
উত্তরমুছুনসুন্দর একটি
উত্তরমুছুন