লেবেল

বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

প্রতিদিন বিভাগে অণুগল্প —১১ ।। পীড়া — স্মৃতি শেখর মিত্র।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




প্রতিদিন বিভাগে 

অণুগল্প —১১



পীড়া

স্মৃতি শেখর মিত্র 


রোহিতের বয়স যখন এগার বছর তখন ওর মামারা যান সামান্য জ্বরে। রোহিত তার মাকে খুব ভালবাসত।মা অন্ত প্রাণ।তারা কলকাতার যাদবপুর অঞ্চলে একটি ভাড়া বাড়িতে থাকতো।ওর বাবাকে বিয়ে দেওয়ার জন্য অনেকেই উঠেপড়ে লেগেছিল। কিন্তু ছেলের কথা ভেবে তিনি সমস্ত প্রস্তাবগুলি নাকচ করে দেন। বাড়িতে রোহিত ও তার বাবা থাকেন। একজন কাজের মাসী এসে ঘর দুয়ার পরিচ্ছন্ন এবং দু বেলার খাবার বানিয়ে দিয়ে যায়। রোহিতকে প্রায়ই
উন্মনা দেখে তার বাবা বুঝতে পারেন রোহিত সদাসর্বদা ওর মায়ের কথাই ভাবে। তাই তিনি মনস্থির করেন কলকাতার বাইরে কোন ভালো
স্কুলে ভর্তি করে দেবেন যেখানে ছাত্রাবাস আছে। স্কুল হোস্টেলে অনেক সঙ্গী সাথী পেলে ধীরে ধীরে সে পড়াশোনায় মন বসাতে পারবে।
এইভাবেই একদিন পরিতোষবাবু তাঁর একমাত্র সন্তানকে কলকাতার বাইরে একটি নামী স্কুলে ভর্তি করে দিলেন। এবং তিনি প্রতিদিন সকাল বেলা ছেলেকে তার ও স্কুলের ব্যাপারে সব খবর নেন। বাবার সঙ্গে ফোনে কথা বলতে রোহিতের খুব ভালো লাগে। প্রতিদিন বাবার ফোনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে। মায়ের অবর্তমানে বাবাই একমাত্র তার কথা ভাবেন।
সেও বাবার পরামর্শ মতো মন দিয়ে পড়াশুনা করার চেষ্টা করে। কিন্তু বাবার একাকীত্বের সুযোগ নিয়ে বাবার বন্ধুরা বাবাকে গল্প গুজবে ফাঁসিয়ে রাখেন এবং সেদিন হয়তো তিনি তাঁর ছেলেকে ফোন করতে ভুলে যান। বাবার ফোনে না পেয়ে রোহিত মুষড়ে পড়ে। ভীষণ কষ্ট হয়।ভাবে মা তো চিরদিনের জন্য বিদায় নিয়েছেন।বাবাও যদি এভাবে তাকে ভুলে যান তবে তার কী হবে? এ ব্যাপারটা তাকে খুব পীড়া দেয়।সে অনাগত ভবিষ্যতের কথা ভেবে খুব কষ্ট পায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন