লেবেল

রবিবার, ৪ জুন, ২০২৩

প্রতিদিন বিভাগে অণুগল্প —১৪।। বাবার স্বপ্ন — দীপক বেরা ।Ankurisha।। E. Magazine।। Bengali poem in literature।।

 





প্রতিদিন বিভাগে 

অণুগল্প —১৪



বাবার স্বপ্ন 
দীপক বেরা 

সকাল হতে না হতেই রোজ বাবা ছেলেকে ফোন করে। ছেলে বাবার ফোন পেয়েই পড়াশোনাতে মনোযোগ দেয়। মা-মরা ছেলে। ছেলের ভালোর জন্য কলকাতার বাইরে পড়াশোনার জন্য রেখে দিয়ে আসে। কিন্তু বাবা মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে ছেলেকে ফোন করতে ভুলে যায়। ছেলে মানসিক যন্ত্রণা ও কষ্ট পায়। 
রঞ্জন ভাবে, চায়ের দোকানে সারাদিন হাড়ভাঙা খাটুনির পর বাবার নিশ্চয়ই ক্লান্তি হয়, তাই ফোন করতে পারে না। এই ভেবে সে নিজেকে আশ্বস্ত করে। পরের দিন বাবার ফোন এলে রঞ্জন আবার সবকিছু ভুলে যায়। 
এভাবেই বাবা-ছেলের মান-অভিমান আর ভালোবাসার ফোনালাপে কোথা দিয়ে যে কেটে গিয়েছে চার চারটে বছর, রঞ্জন টেরই পায় নি। আজ তার খুব খুশির দিন, বি. টেক ফাইনাল ইয়ার এর রেজাল্ট বেরিয়েছে। সে ফার্স্ট ক্লাস পেয়েছে। বাবার স্বপ্নপূরণ হয়েছে। নিজের মুখে বাবাকে খবরটা দিয়ে সে সারপ্রাইজ দিতে চায়।
কোলকাতায় ফিরে বাড়ির দরজায় পা দিতে না দিতেই রঞ্জন দেখে বাড়িতে প্রতিবেশিদের ভিড়। তাদের মুখে শোনে— বাবা স্নায়ু রোগগ্রস্ত, আর কোনওদিনই হাঁটতে পারবে না! মুহূর্তেই রঞ্জনের মুখটা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে যায়। বাবা ও ছেলে পরস্পরকে জড়িয়ে ধরে হাউ-হাউ করে কাঁদতে থাকে।
রঞ্জন এখন নিজেই বাবার চায়ের দোকান চালায়। পাশের বাড়ির রিঙ্কুর মায়ের গলা ভেসে আসে, "আজ অঙ্ক পরীক্ষা, দেখিস বাবা, একটাও যেন ভুল না হয়।"... খদ্দের কে চা দিতে দিতে রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে! রেডিও এফ. এম. থেকে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসে— "আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে..."


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন