উন্মুক্ত কবিতাগুচ্ছ —২৩
জয়শ্রী সরকার - এর চারটি কবিতা
১.
কবিতাও কথা বলে
নিঃশ্বাসের উত্তাপ নিয়েছ কী কোনোদিন ?
নাকি নিরুত্তাপ সরীসৃপ হাওয়া বয়ে চলে
হাতের তালুতে !
জীবনের মানে খুঁজেছ কী কোনোদিন ?
হয়তোবা চাপ-চাপ জমাটবাঁধা রক্তে
ওগুলো অর্থহীন মনে হয় !
সংগীতের জলসায় সুর খুঁজেছ কী তুমি ?
বুঝি উচ্চকিত অর্কেষ্ট্রায়
হারিয়ে গেছে পুরো স্বরলিপিটাই !
তুমি কী দেখেছ কখনো বেদুইন বাতাসে
বাউল মন এখনোও সাঁতার কাটে
পূর্ণ অবগাহনের আশায় !
শুধু জেনো, এতকিছু সদর্থক চিহ্নের নীরব সাক্ষী আমি,
যেখানে কবিতাও কথা বলে !
২.
ঈশ্বর-মানব
তোমাকে সূর্যের পাশে বসিয়েছি,
তুমি পলকে দাহ্য হয়ে যাওনি
ভাস্বর থেকেছ !
তোমাকে আকাশের নীলে মিশিয়েছি,
তুমি মেঘে ঢেকে যাওনি
মুক্তি খুঁজেছ !
তোমাকে ঝরণার কাছে রেখেছি,
তুমি ধারা হয়ে বওনি
স্বচ্ছতাকে ধরেছ !
তোমাকে বন-বাংলোয় দেখেছি,
তুমি ফুলটবে শুধু ফোটনি
সৌগন্ধ বিলিয়েছ !
তোমাকে আরাধ্যের আসনে বসিয়েছি,
তুমি অমরত্বের আশ্বাস দাওনি
মানুষের কথা বলেছ !
৩.
অ-উ-ম
তুমি যাকে সেবা বলো, প্রজ্ঞা বলো,
বলো ভালোবাসা
আমি তাকে আধ্যাত্মিকতা বলি !
তুমি যাকে জীবন বলো, যুদ্ধক্ষেত্র বলো,
বলো চলিষ্ণুতা
আমি তাকে দার্শনিকতা বলি !
তুমি যাকে কবিতা বলো, আনন্দ বলো,
বলো রূপমাধুরী
আমি তাকে সত্য-শিব-সুন্দর বলি !
৪.
কবিতা স্বপ্নময়
কবিতায় সত্তার স্বপ্নকে হত্যা কোরো না
সামনে রেখো চরৈবেতি মন্ত্র
সূর্যের মতো বিশ্বাসী তেজ আর আলোর উৎস,
মমতাময়ী মাটির সবুজতা আর মানব-উত্থান।
তা যদি না হয়
বিশ্বের সমস্ত কবিতাই হয়ে উঠবে
ধ্বংসস্তূপের মতোই প্রাণহীন শুধুমাত্র
অক্ষর-পিরামিড !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন