বাঙালির নববর্ষ - ৮
ফিরে ফিরে আসে
দুর্গাদাস মিদ্যা
নিয়ম মতো দিন চলে যায় সময়ের বহমানতায়, তারপর ফিরে আসে নতুনের আশ্বাসে।
তবুও দেখি নববর্ষের আবির্ভাবে
তেমন কোনো উচ্ছ্বাস জাগে না আমাদের মনে
যেমন উচ্ছ্বাসে ভেসে যায় ইংরেজি নববর্ষের আলোক ধারায়!
কেন যে এমন হয়!
বাংলা মা কি তবে আমাদের প্রিয় মা নয়
ব্যথিত হয় না হৃদয় তাঁর অপমানে?
বিধুর মুখে তাঁর যদি এক চিলতে হাসি ফোটাতে
পারি তবেই আমরা সু সন্তান
নতুবা আমাদের অন্য কোনো মান নেই
যতই ভাবি আমরা বিশ্ববরেণ্য সন্তান,
আমরা মহান এই পৃথিবীতে।

বেশ! বেশ!!শুভ নববর্ষ ।
উত্তরমুছুন