বাঙালির নববর্ষ —১৭
বাঙালিয়ানা
প্রদীপ্ত সামন্ত
প্রখর দহন সূর্যতাপে
খাক হয়ে যায় মাটি ,
একলা তারিখ বৈশাখেতে
বাঙালিয়ানা খাঁটি ।
বর্ষবরণ পয়লা বোশেখ
চলবে বারো মাস ,
ভিন ঋতুতে ভিন্ন রকম
মাঠ জুড়ে যে চাষ ।
পালা পাবন উৎসবাদি
নীতি নিয়ম রীতি ,
সঠিকভাবে পালতে হবে
কাটাতে ভয় ভীতি।
বেশ তো মজা নতুন বছর
মণ্ডা মিঠাই ভোজ ,
এমনি যদি পাওনা জোটে
হোক না রোজ রোজ !
নতুন খাতা মঙ্গল ঘট
মিষ্টি উপহার ,
ক্যালেন্ডার পঞ্জিকাতে
বছর পগার পার ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন