লেবেল

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ —১৫ ।। নতুন ঘাটে নৌকো এলো — দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বাঙালির নববর্ষ —১৫




নতুন ঘাটে নৌকো এলো

দুরন্ত বিজলী

নদী বয়ে চলে, আমরাও ভেসে চলি,
নৌকো ঘাটে ঘাটে নোঙর ফেলে--

পেছনে পড়ে থাকে কত জল,
কত ভালোবাসা, হাতের ছোঁয়া,
হিংসা-হলাহল...

নদী ক্ষমাহীন বয়ে চলে,
আমাদের নৌকোও ভেসে চলে,
সুখ হোক, দুঃখ হোক,
চলতে চলতে একসময় আবার ঘাটে থামে।

জীবনের ঘাটগুলি
সুখ-দুঃখ-যন্ত্রণার দাঁড়ি।
তারপর আবার ভেসে যাওয়া,
সুখ-দুঃখ কুড়িয়ে বুকে ভরে রাখা।
প্রতিটি ঘাটের রকে সেগুলি জমা থাকে।
যখন মোহনায় মিশে যাব, তখন
নৌকোও তলিয়ে যেতে পারে গভীর
গহন জলের তলায়।

যদি মূল্যবান কিছু থেকে থাকে,
তখন সেই শূন্য নৌকোও
জলের তলা থেকে উঠে ভেসে থাকে
সূর্যের আলোয় দৃশ্যময়তায়।

1 টি মন্তব্য: