বাঙালির নববর্ষ —১১
বিষাদ হর্ষ নববর্ষ
দীপক বেরা
শিমুল পলাশ গেছে ফিরে, বসন্ত বিলাপ
এসেছে গ্রীষ্মের প্রকোপ, রোদের প্রতাপ।
ধর্ণামঞ্চে স্লোগান, শুকনো পাতায় দহন
রামনবমী, হনুমান জয়ন্তী, বিরোধী বাতাস
গরম দুপুর ভেঙে খানখান, তটস্থ প্রশাসন।
শহুরে মানুষ এসি-তে, মেতেছে আইপিএল-এ
বর্ষা আসবে কিনা জানি না, হাওয়া বদলে—
খোলা জানালায় বসি, স্মৃতি রোমন্থন অভ্যাস
কুঁড়েঘরে বৈশাখে নয়, কালবৈশাখী বারোমাস..
এরই মাঝে নতুন দিনের বারতা আনে নববর্ষ
এসো পয়লা বৈশাখ, করি আলিঙ্গন, জাগে হর্ষ!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন