
লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত :শ্রদ্ধা ও স্মরণে
গদ্য ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি —৮
মহাপ্রাণ
দিলীপ মজুমদার
কিছু প্রাণ কালোত্তীর্ণ হয়ে কালজয়ী হয়ে যায়।
ইতিহাসের পাতা ভরে থাকে অক্ষর সাজিয়ে।সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টা বেঁচে থাকে অনন্তকাল।
জলবায়ুর পরিবর্তন হতে পারে,হতে পারে অনেক কিছুই-
তবে স্থাপত্যের অস্তিত্ব দীর্ঘবৎ প্রতীয়মান।
পাহাড় দেখতে ভালোবাসি, চূড়া ছুঁতে পারি কজন!
অবিনশ্বরের ব্যতিক্রমী কেউই নয় তবুও -
কালেরস্রোতে কিছু প্রাণ মহাপ্রাণ হয়ে যায়।
লিটল ম্যাগাজিন আর সন্দীপ দত্ত প্রথম বন্ধনীতে স্থানাঙ্কৃত।
সমস্বরে উচ্চারিত নাম দুটি সম্পৃক্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন