লেবেল

সোমবার, ২৭ মার্চ, ২০২৩

লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত :শ্রদ্ধা ও স্মরণে ।। সন্দীপদা — জয়ন্ত চট্টোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত :শ্রদ্ধা ও স্মরণে 



গদ্যে ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি —৬



সন্দীপদা 

জয়ন্ত চট্টোপাধ্যায়



একটি নাম,প্রবাদে প্রবিষ্ট একটি নাম সন্দীপ দত্ত
সন্দীপদা।

কোলহল নেই,দাবির দাপাদাপি নয় -- নীরব সঞ্চয়
সাহিত্যকর্মী-ই একমাত্র খেতাব আর কোনো আকাঙ্ক্ষা নেই
পথ ও গন্তব্য স্থির,অভিযাত্রা।অগ্রদূত তাঁকেই তো বলে
যিনি পায়ের ছাপে পথ পেতে দেন,দিশা দেখিয়ে দেন
নিজের জন্য নয়,ভাবীকাল পাবে জমানো সম্পদ
বাঁকা ঠোঁট? বিদ্রুপ? অবজ্ঞা? কার কী যায় - আসে?
দায়িত্বের বোঝা বইতে বইতে একদিন কর্মযোগীর
কপালে লেখা হয় - অতিমানব,হয়ে ওঠেন অটল বটগাছ
অবজ্ঞা আর নাগাল পায় না,সব স্বীকৃতি হয়ে যায়
শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন