লেবেল

শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -১৬।। দিশারী মুখোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



অমর একুশে -১৬

দিশারী মুখোপাধ্যায় 



১.

অনন্ত একুশ 



ফেব্রুয়ারি মাস পড়ে গেলেই 
বাংলাভাষার শব্দ, বাক্য , প্রবাদ, বাগধারা, লোককথা ও উপকথা 
শীতের পালং হয়ে ওঠে 

ফেব্রুয়ারি মাস পড়লেই আমরা টের পাই 
চুম্বনের মত মিষ্টি কিস্ পৃথিবীতে নেই 
নরম বাতাস, সোহাগী জল আর 
ছোট মেয়ের মত আদুরে উষ্ণতা, এরা 
সকলেই দাবি করে 
তাদের বয়স মাত্র একুশ এবং অনন্ত একুশ 

ফেব্রুয়ারি মাস পড়ে গেলেই 
পৃথিবীর তাবৎ খান-সেনারা 
ভেঙে খানখান হয়ে যায় 

বাংলার মাটিতে যেই না ফেব্রুয়ারির পা পড়ে 
সুফী , বাউল , কাঁদনা , ঝুমুর , ভাটিয়ালী , আগমনী 
কাঁকালে জলের কলসি নিয়ে 
গাইতে গাইতে হাঁটে





২.
ইংরেজি ক্যালেন্ডারে বাঙালির জমি 



জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 
সবকটা মাসই ইংরেজদের 
সেকারণে স্বভাবতই ফেব্রুয়ারিও 

তার দিনসংখ্যা আঠাশ কিংবা উনত্রিশ 
যে বছর যেমনই হোক না কেন 
তারিখগুলোও ইংরেজদেরই 
গোটা পৃথিবীটা তাদের কোট প্যান্ট টাইকে
যেমন লেহন করে 
তারিখগুলোকেও তেমনই 

জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত
৩৬৫ দিনের মধ্যে 
একটাদিন কিন্তু বাঙালির 
শুধুমাত্র বাঙালির 

পৃথিবীর আর কোনো দেশের 
কোনো জাতির , কোনো ভাষার 
নিজস্ব সেই তারিখটি নেই ক্যালেন্ডারে 
এমনকি ইংরেজদেরও নেই একুশে ফেব্রুয়ারি 





৩.
ভাষা 


সকাল হবার খবর নিয়ে আসে 
ভোরের কাক 

ডেয়ারির দুধ, পুরসভার ভ্যাট, মাছের বাজার 
আর যতজন আইদুল , লক্ষ্মণ, মিসেস মোজেস আছেন 
তারা সবাই আপন আপন মনের ভাব ব্যক্ত করেন 

ডাক্তারের স্টেথো , ড্রাইভারের স্টিয়ারিং , রাজমিস্ত্রীর কর্নিক  তারা প্রত্যেকেই 
নিজের ভাষাতেই কথা বলা পচ্ছন্দ করে 
কলের জল, টিভির রিমোট, এক্কাগাড়ির ঘোড়া আর 
সজনে ফুলের মৌমাছি 
তারাও সকলে 

সকলেই তার নিজের নিজের ভাষায় কথা বলে 
শুনে থাকে অন্যেরও 

তাই একথা তোমাকে মানতেই হবে 
জামিয়া মিলিয়া, জেএনইউ, যাদবপুর কিংবা 
শাহিনবাগ, পার্কসার্কাস 
এমনকি এক অখ্যাত আঁধারপুরের নিম্ন বুনিয়াদি বিদ্যালয়টির 
শিরীষগাছের কোকিলটিও 
তাদের নিজেদের ভাষাতেই কথা বলবে 

খবরদার তাদের ভাষা কাড়তে যেও না 
তাহলে শ্রোতার অভাবে ভুগে মরবে তোমার মনের কথা








 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন