প্রেমের কবিতা -৪৮
অশোককুমার লাটুয়া
বিকেলের মেয়েটি নির্জন সুঘ্রাণ
আবেগের হরমোনে অনুভূতির ভিটামিনে
দুচোখের ক্লোরোফিলে বিকেলের হঠাৎ মেয়েটি
কবিতার ক্যাডবেরি হয়ে যায়।
ব্যাডমিন্টন খেলতে খেলতে
সহজিয়া মুগ্ধতায়
বুকের প্রেসারকুকারে রক্তচাপ বেড়ে গেলে
দুটো কথা বলতে ইচ্ছে করে তাকে
চিত্রশিল্পীর তুলির সাহসে।
না বলা কথার ফুল উপেক্ষা করে
মেয়েলী ভদ্রতায়
লাক্সারি লাস্ট বাস চলে যায়...
বাসস্টপে ভালোবাসা পড়ে থাকে
পড়ে থাকে মেয়েটির নির্জন সুঘ্রাণ।
আরও পড়ুন 👇🏾👇🏾
*প্রেমের কবিতা পর্ব-৪৭*
*আজকের কবি*
💕রঞ্জন ভট্টাচার্য
https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_12.html
সুন্দর একটি চিত্রকল্প এঁকে দিলেন কবি তাঁর কবিতায়। অনবদ্য সৃষ্টি।
উত্তরমুছুন