লেবেল

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

প্রেমের কবিতা -৪৫।। মোঃ ইজাজ আহামেদ।।Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 



প্রেমের কবিতা -৪৫

মোঃ ইজাজ আহামেদ




১.

 নীল পাখি


জানো প্রিয়,

আমার হৃদয়ের দরজা সর্বদাই খোলা রেখেছি তোমার জন্য;

আমি চাইনা তুমি এসে দরজায় করাঘাত করো

আর দরজা খোলার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে থাক;

আমি চাই তুমি সরাসরি নির্দ্বিধায় হৃদয়ের ঘরে প্রবেশ করো;

আমি উজাড় করে দেব আমার হৃদয়ের নীল আকাশটা  তোমার কাছে।

তুমি নীল পাখি হয়ে উড়ে গেছ বহুদূরের অচিন দেশে;

আমি তোমার অপেক্ষায় দিন গুনি মনে মনে;

কেটে গেছে কত দিন, কত রাত, কত ঋতু;

 তুমি আসো নি তবু;

বিষণ্ন লাগে তবু 

আশায় দিন গুনি;

ওই যে নীল আকাশে শুভ্র তুলোর মত মেঘ ভাসে;

জান, সেই শুভ্র তুলোর মেঘের ভেলায় আমি পাড়ি দিয়েছি  

কত অজানা দেশে তোমার খোঁজে

তবু পাইনি দেখা, ফিরে এসেছি শুন্য হয়ে বিষণ্ন মনে বারে বারে;

দেখতে না পাওয়ার আকুলতায় আমার হৃদয়ের দুঃখের  আগ্নেয়গিরি থেকে 

নির্গত হয় বিষণ্নতার লাভা তোমার বিরহে।





২.

ফাল্গুনের এক পূর্ণিমাতে



তোমাকে নিয়ে যাবো ফাল্গুনের

কোনো এক পূর্ণিমা রাতে 

কোনো উপত্যকাতে।

চাঁদের আলো উপচে পড়বে উপত্যকাতে,

চাঁদের জ্যোৎস্নায় প্লাবিত হবে 

পুরো উপত্যকা।

চাঁদের জোছনা মেখে আমরা 

থাকবো স্বপ্নের আবেশে।

মৃদুমন্দ বাতাসে ভেসে আসবে

কোকিলের কুহু কুহুগান,কুহু কুহু সুরে

আকাশ বাতাস উপত্যকা মুখরিত হবে।

কুহু কুহু গান শুনে 

আমরা হারিয়ে যাবো রূপকথার স্বপ্নে।

পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া রক্তিম পুষ্পে 

স্বাগত করবে আমাদেরকে।

ফাগুনের হাওয়ায় ভেসে

আসা সৌরভ বিমোহিত করবে আমাদেরকে।

নদীর কলকল ধ্বনিতে আপ্লুত হয়ে

হারিয়ে যাবো রূপ কথার দেশে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন