লেবেল

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -১৭।। পলাশ দাস।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



প্রেমের কবিতা -১৭

পলাশ দাস


১.

রূপনারায়ণ 


কয়েকটা ছুটি জড়ো করে  
মিনিবাসে উঠে পড়ি 
কলকাতা মেঘের মতো সরে সরে যায় 
 
রেড রোড ধরে উড়ে যেতে যেতে 
চোখের জলের মতো নরম ঘাসে বৃষ্টিরা  
ডালে ডালে মেঘ 

ভিক্টোরিয়ার পরী আমার দিকে চেয়ে আছে
হাত নাড়তে নাড়তে কয়েকটা চড়ুই এসে বসে 
মিনিবাসের জানলায় 
ভাসতে ভাসতে কলকাতা পিছিয়ে যায় 

আমার খুব উদয়নারায়ণপুর যেতে ইচ্ছে করে 
রূপনারায়ণের শরীর জুড়ে বৃষ্টি আমি এখনও ভুলি নি
ইচ্ছে হয় ঝির ঝির আমিও নেমে পড়ি, সারা শরীর জুড়ে  

                                                              

২.
রোদ্দুর 

ঝিল্লির মতো আকাশ দেখছি আর 
ঘরদোর জুড়ে আকারের ছড়াছড়ি 
ভিজে কাগজের মতো আলো 
ছড়ানো বইয়ের কঠিনতম দিন 

তবুও রোদ্দুরে ভেজে জানলা 
প্রবলতর জ্বরের আলিঙ্গন 
দুদণ্ড বেঁচে আছে পায়ের সাথে পা 
মিলিয়ে মিলিয়ে ঘড়ির কাঁটার মতো।







আরও পড়ুন👇🏾👇🏾

ধারাবাহিক রহস্য উপন্যাস 
---------------------------------------
আজ পর্ব-২ 
অনন্যা দাশ 
💍💍💍💍
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_19.html


                                                      
                          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন