লেবেল

শনিবার, ২৮ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -৩১।। অলোক চট্টোপাধ্যায়।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



প্রেমের কবিতা -৩১

অলোক চট্টোপাধ্যায়




.

ভিক্ষে 


তোমার কাছে হাত পেতেছি ভিক্ষার

দাঁড়িয়ে আছি – অনন্ত প্রতীক্ষা।

 

ছেঁড়া খোঁড়া বিবর্ণ সব ইচ্ছে

হারিয়ে ফেললে কে আর খবর নিচ্ছে।

নিকোনো ঘর – তুলসী মঞ্চ - সন্ধ্যে  

সবই ছিল মিলিয়ে ভাল মন্দে।

তবুও ছিল অতৃপ্তি যে আরও

সে সবকিছু ভরিয়ে দিতে পারো?

 

স্বপ্ন সাজাই অলীক কল্পবৃক্ষে –

তোমার কাছে হাত পেতেছি, ভিক্ষে। 

 



২.

কেন এসেছিলে 


কেন এসেছিলে? কিংবা নিতান্ত এসেই ছিলে যদি,

আরো একটু কাছে আসতে, ধরো, এই চৌকাঠ অবধি।

খরস্রোতা নদীও তো হতে পারতে, ভেঙে দিয়ে পাড়

সমস্ত ভাসিয়ে দিতে, প্রিয় ঘর – সাজানো সংসার।

অথবা হতেও পারতে ঈশানের বজ্রমেঘে ঝড়।

মুহূর্তে উপড়ে দিতে নিরাপদ নিশ্চিন্ত শেকড়।

না হয় হারিয়ে যেত সব স্মৃতি সব সঞ্চয়,

তার সাথে হারাতাম আর কিছু হারাবার ভয়।

 

এসেছিলে মৃদু পায়ে, তেমনই নিঃশব্দে ফিরে গেলে।

জানাও গেল না কি যে হারালাম পড়ন্ত বিকেলে।






আরও পড়ুন 👇🏾👇🏾



❤️ *প্রেমের কবিতা পর্ব-২৮* 

 *আজকের কবি* 

  মালা ঘোষ (মিত্র)


https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_93.html





৩টি মন্তব্য: