আজ রাখিপূর্ণিমা
আজকের গল্প
------------------
রাখিবন্ধন
মুক্তি দাশ
আজ রাখিপূর্ণিমা। আজ মনখারাপের দিন। কিচ্ছু ভাল লাগছে না যমুনার। ছোটবেলায় ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়ে কত আনন্দ করত দু’জনে। আগেরদিন পছন্দ করে রঙ-বেরঙের গুচ্ছের রাখি কিনে এনে রাখত। তারপর সকাল হতে না হতেই…
দীর্ঘদিন ভাই কর্মসূত্রে বাইরে। সে এখন ভীষণ কাজের মানুষ। তবু যমুনা ফোন লাগালো একমাত্র ভাই অরিত্রকে, ‘হ্যালো ভাই, তুই কি খুব বিজি? একটু কথা বলা যাবে?'
তেমন কিছু ব্যস্ত ছিল না অরিত্র। তবু বলল, 'হ্যাঁ রে, একটু বিজি আছি... তুই বল না!’
দ্বিধাগ্রস্ত গলায় যমুনা বলল, ‘আজ তোর কথা খুব মনে পড়ছে রে!’
- ‘কেন রে? আমার পাগলি দিদিটা…’
- ‘বলছিলাম কি, আজ রাখি…’
- ‘এইজন্যেই তো তোকে পাগলি বলি। রাখবিই যদি তাহলে ফোন করেছিলি কেন? নে রাখ তাহলে…
ফোনটা কেটেই দিল অরিত্র।
আরও পড়ুন 👇🏾👇🏾
🌙আজ রাখি পূর্ণিমা 🍁
অঙ্কুরীশা-য় প্রকাশিত হলো
---------------------------------------
রাখিবন্ধন উৎসব কবিতা সংখ্যা 👩👩👧👧
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_21.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন