দুঃসময়ের কবিতা - ৫
বিকাশরঞ্জন হালদার
১.
অসুখ
হতবাক বসে আছি অপ্রসন্ন, যাচ্ছেতাই বিকেলের কাছে। কাছছাড়া হয়ে গেছে সেই নদী-বন! তছনছ সময়ে বুকে ধরে রাখি, দু-একটি কবিতা!
ছুঁয়ে থাকা ঘামের গন্ধে নুয়ে পড়ে স্মৃতি...
নুন খেয়ে নোনা ঢেউ বাঁচে!
২.
মর্মার্থ
মর্মার্থ মাথায় নিতে ভুল হয়ে যায়! বিস্তর পাঠে সময় ভেঙে পড়ে!
মুছে যাওয়া রঙের বিশ্রী দাগ, মিছে মায়া
দিক-চক্রবালে!
যাপনে বিড়ম্বনা জল্পনা জটিল! তবু, নির্ভুল সাধে একবার হৃদয় খুলে দ্যাখো...
সেই মুখটা আবার হয়তো বুকের গভীরে!!
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_3.html
লেখা পাঠান
✍️✍শুরু হলো অঙ্কুরীশা-র দুঃসময়ের কবিতা বিভাগ ও গল্প বিভাগ
🙏এই বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা আজই পাঠান। 👇👇👇
ankurishapatrika@gmail.com
✍️🙏আপনার এই পাঠানো লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে।
নমস্কার।
ভালো থাকুন।
সুস্থ থাকুন।
সম্পাদক
অঙ্কুরীশা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন