দুঃসময়ের কবিতা -৩
শ্রাবণী বসু
ক্ষমা
মিশরের নীলনদের ধারে বসে একদিন আমি লিখেছিলাম
সভ্যতার কথা।
অরণ্য থেকে সরে এসে
বসতি গড়েছি নগরসভ্যতায়।
আমার অহং থেকে জন্ম হয়েছে
আরেক অহংকার।
ত্রিভুবন জয়ের নেশা
আমাকে অন্ধ করেছিল।
পৃথিবী কেঁপে উঠছিল
আমার বিজয়োল্লাসে।
ভেবেছিলাম আমিই স্রষ্টা,
আমিই ধর্ষক ,আমিই হন্তা ,
ভেবেছিলাম অকুতোভয় আমি -
সর্বময় ক্ষমতার পতি।
এখন আমার ভুল ভেঙেছে
চোখ থেকে ঠুলি খসে পড়েছে।
খালি চোখে দেখছি -
হাজার হাজার বছর পিছনের ইতিহাস।
আমি ধস আর
ধ্বংসের সামনে দাঁড়িয়ে
মৃত্যুর প্রহর গুনছি ,
লিখছি দুর্গতির নবতম ইতিহাস।
আমি অনুতপ্ত। নতজানু।
কৃতকর্মের জন্য পৃথিবীর কাছে
আজ আমি ক্ষমাপ্রার্থী।
আরও পড়ুন👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_2.html

ক্ষমা নেই ,প্রায়শ্চিত্ত করতে হবে ই
উত্তরমুছুন