লেবেল

বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

আজ অণুকবিতার আড্ডায়।। রঞ্জন ভট্টাচার্য।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 







আজ অণুকবিতার আড্ডায় 

রঞ্জন ভট্টাচার্য 





১.


শিরদাঁড়া যদি থাকে 

ঘুরে দাঁড়াও।




২.

এখানে একটু ব্যথা লাগল 

যা ওষুধে সারবে না 

তোমার আদরেই ...




৩.

বন্ধুর নিরবে কাঁদা আর অভিশাপ 

একই রকম 

বন্ধুর মর্যাদা রাখতে হয়।




৪.

বন্ধুত্বের চাবিটা কখনো 

মরচে ধরাতে নেই 

মন খুলে বলা আর শোনা 

বন্ধুত্বের চাবিকাঠি।



৫.

নিজের দুঃখ না বলে 

সুখটা ভাগ করে দিলে 

বন্ধুত্বের মর্যাদা পাওয়া যায়।





৬.

মেঘলা আকাশে চাঁদ দেখা 

আর অন্ধ বিশ্বাসে বন্ধুত্ব স্থাপন করা 

একই কথা।




৭.

গুরু যেমন যাচাই করে নিতে হয় 

বন্ধুত্বও তাই ।



৮.

চাষির ঘরের জন্মে 

রাজা হওয়া যায় 

রাজার ঘরে 

রাজা নাও হতে পারে।






আরও  পড়ুন👇👇👇


https://wwwankurisha.blogspot.com/2020/05/blog-post_56.html





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন