লেবেল

শুক্রবার, ৭ মে, ২০২১

রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -২৪।। সুবীর ঘোষ।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 






রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -২৪

সুবীর ঘোষ



১.

শীতল রবীন্দ্রছায়া

                     

 

এই রুক্ষ প্রান্তরে হোঁচট খেয়ে পড়ার থেকে দু’দণ্ড রেহাই পেতে

এসে দাঁড়াই ওই শাখাবিস্তারী গাছের নীচে।

যত অপরাধবোধ উড়ন্ত পায়রার মতো ঘুরে ঘুরে এসে

পালক ছড়িয়ে গেছে।

যদি  দৈন্য তুলে নাও হাতে বাঁশের বাঁশির সুরে তবে পাবে বৈভবের ভাগ ।

বয়ে গেছে অনেক জল গঙ্গায় পদ্মায় ।

জলের ভেতর থেকে উঠে আসেনি কোনো কাঙ্ক্ষিত মৎস্যকন্যা ।

সাঁঝে ফোটা ঝিঙেফুল অচিহ্নিত ঝরে গেছে বৈশাখের ভোরে। 

এস যদি যাবে পদব্রজে । যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই।

আর সেই বাণিজ্যমনস্কতাতেই কী

হারিয়ে যাবে আমাদের রবীন্দ্রবোধ!

 

   

     



২.


      পঁচিশে বৈশাখ

                   

 

          আপন হতে বাহিরে যাই

                    স্বাধীন হব বলে

          তোমার জাদুমায়ায় আসি

                    ফিরে ফিরেই চলে।

 

          বৈশাখের এই ভোরের হাওয়ায়

                    হৃদয় অভিলাষী

          আমার সুরে লাগে তখন

                    শুধু তোমার হাসি।









লেখা পাঠান 👇👇










 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন