আজকের কবিতা গুচ্ছ
তপনজ্যোতি মাজি
১.
আত্মকৃতি
পলেস্তারাহীন বাড়ির মতো খসে যাওয়া
বিশ্বাস নিয়ে বয়স ঝুঁকছে সূর্যাস্তের দিকে।
কত আবেগ নিষ্ফল প্রমাণিত হলো জীবনে।
মেনে নিতে হলো শত শত অক্ষমতা।
ভালবাসার কাছে সদর্থক থেকেছে জীবন।
দিগন্তের দিকে তাকিয়ে সজল হয়ে আসে দৃষ্টি।
২.
অভিমুন্যু
অলক্ষ্যে শিখেছো যুদ্ধ। জেনেছো ,
নিরস্ত্র জীবন বয়ে যায় নদীর মতো
সঙ্গীহীন।
পথে ও প্রবাসে রক্তপাত।
আঘাত কি ক্ষমাহীন?
ছোট বড় চক্রবুহ্যে বন্দি জীবন।
রাতের আকাশ দৃশ্যত স্বাধীন।
কেউ কেউ জানে ,
জীবন তবুও মৃত্যুহীন।
৩.
হৃদয়
স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডে একটি সরোবর।
সেখানে সাঁতার কাটে আদম ও ইভ।
উপাখ্যানটি কল্পিত হলেও
এই ভুখন্ড প্রকৃত নিয়ন্ত্রণহীন।
৪.
সাঁতার
অথৈ জলে ডুব সাঁতার দিচ্ছে প্রতিবিম্ব-চাঁদ।
রাতের আকাশ কি সম্মোহন জানে?
জলস্তর ভেদ করে উঠে আসছে রূপকথা।
তুমি দর্পনের পাশে চিটিয়ে রাখছো ভ্রূসন্ধির
মাঝে থাকা টিপ।
কে বেশি প্রকরণময়?
তুমি না তোমার প্রেমিক?
ঘুমানোর আগে সাঁতার দিয়ে উঠে আসে
সাদা কালো স্মৃতি।
৫.
রাত্রি
অন্ধকার প্রথিতযশা।
শরীরে শরীর।
মন শোনে দুরগামী জাহাজের বাঁশি।
যার ঘরে আলো জ্বলে
তিনি সম্ভবত কবি।
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_27.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন