লেবেল

সোমবার, ১০ মে, ২০২১

আজকের কবিতা।। পার্থ বন্দ্যোপাধ্যায়।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।

 



আজকের  কবিতা

পার্থ বন্দ্যোপাধ্যায় 




২৭শে বৈশাখ


সংরক্ত কাকভোরে উঠে

শুনি সমীপস্থ মসজিদে আজান

ঘুম-ভাঙা কান আমার শোনে

ভৈরোঁর উদাত্ত সুর, বৈরাগীর তান,

সেই তানে হৃৎকমলে জাগে ধূম

                             ওঠে কল্লোল

এই বুঝি রামকেলি বেজে উঠবে

                         ভাবেতে বিভোল

অতিমারিক্রান্তিকালে এই বিভ্রমে

                         প্রাণে জাগে আশা

রামরাজ্য নাই বা হোলো শেষ হোক

                                 কুরঙ্গ পিপাসা

মন বলে আজ খবরে না কিছুতেই আসে যেন কোনো মা'র-কোল-খালি-করা লাশ

খোলা হাওয়ায় ভরে থাক ফুলের সুবাস

কোকিলের অনবদ্য সংগীত

এ আমার স্বপ্নের মন-চাহে-গীত...

প্রকৃত সকালের কাছে এই দাবী বাংলার

খুব বেশি ভাবোন্মাদনা মনে হলো?

ওঠো রবি, জন্মের জড়তা কাটিয়ে

                                 আজ খোলো

পূবের দিগন্ত জুড়ে মুক্ত সে সুরের বিভব

যার কাছে হার জিত একটি খেলার

মূল লক্ষ্য নয়, বরং তা দ্বৈত গৌরব --

প্রশান্ত হোক বায়ু, মাটি, জল

                           এই নির্জিত বাংলার

পরিধির প্রেমে মজে কেন্দ্রের মর্মে বাজুক

                           অতিপরিচিত সুরবাহার

সংরক্ত ভোরে খোলা হাওয়া বয়ে আনে

                    মসজিদের  তীব্র আজান

চোখ খুলি, কানে অনুরণিত হয়

রামকেলি, বৈরাগীর অবিমিশ্র তান...







আরও  পড়ুন 👇👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_34.html





                        

1 টি মন্তব্য:

  1. খুব সুন্দর। আমাদের অনেকেরই মনের কথার এক হৃদয়গ্রাহী বহিঃপ্রকাশ।

    উত্তরমুছুন