লেবেল

বুধবার, ২১ এপ্রিল, ২০২১

সদ্য প্রয়াত বাংলা কবিতার অভিভাবক — কবি শঙ্খ ঘোষ-এর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি। নিবেদনে- বিমল মণ্ডল

 


বাংলা কবিতার অভিভাবক 


 কবি শঙ্খ ঘোষ : শ্রদ্ধা ও স্মরণে 
বিমল মণ্ডল 
 

 বাংলা সাহিত্যের প্রাণপুরুষ শঙ্খ ঘোষ (৫ ফেব্রুয়ারি, ১৯৩২ ― ২১ এপ্রিল, ২০২১)একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। তিনি কাব্য সাহিত্যে  রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাসের উত্তরসূরী ছিলেন।তিনি ছিলেন বাংলা সাহিত্যে বর্তমান প্রজন্মের  অন্যতম অভিভাবক ও শিক্ষক ছিলেন। 



শঙ্খ ঘোষ এর আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তার পিতা মনীন্দ্রকুমার ঘোষ এবং মাতা অমলা ঘোষ। তিনি বাংলাদেশের বর্তমান চাঁদপুরে জেলায় ১৯৩২ খ্রি ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। বংশানুক্রমিকভাবে পৈত্রিক বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার বানারিপাড়া গ্রামে। শঙ্খ ঘোষ বড় হয়েছেন পাবনায়। পিতার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায় অবস্থান করেন এবং সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন। ১৯৬০ সালে মার্কিন যুক্তরাস্ট্রে আইওয়া রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়,শিমলাতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ আডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন।তাঁর  উল্লেখযোগ্য  রচনা গুলো  হল—



রচনা সমূহ 
১.
কাব্যগ্রন্থ

১. দিনগুলি রাতগুলি (১৯৫৬)২. এখন সময় নয় (১৯৬৭)৩. নিহিত পাতালছায়া (১৯৬৭)৪. শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা (১৯৭০)৫. আদিম লতাগুল্মময় (১৯৭২)৬. মূর্খ বড় সামাজিক নয় (১৯৭৪)৭. বাবরের প্রার্থনা (১৯৭৬)৮. মিনিবুক (১৯৭৮)৯. তুমি তেমন গৌরী নও (১৯৭৮)১০. পাঁজরে দাঁড়ের শব্দ (১৯৮০)১১.কবিতাসংগ্রহ -১ (১৯৮০)১২. প্রহরজোড়া ত্রিতাল (১৯৮২)১৩.মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে (১৯৮৪)১৪.বন্ধুরা মাতি তরজায় (১৯৮৪)১৫. ধুম লেগেছে হৃদকমলে (১৯৮৪)১৬. কবিতাসংগ্রহ - ২ (১৯৯১)১৭. লাইনেই ছিলাম বাবা (১৯৯৩)১৮. গান্ধর্ব কবিতাগুচ্ছ (১৯৯৪)১৯. শঙ্খ ঘোষের নির্বাচিত প্রেমের কবিতা (১৯৯৪)২০. মিনি কবিতার বই (১৯৯৪)২১. শবের উপরে শামিয়ানা (১৯৯৬)২২. ছন্দের ভিতরে এত অন্ধকার (১৯৯৯)২৩.জলই পাষাণ হয়ে আছে (২০০৪)২৪. সমস্ত ক্ষতের মুখে পলি (২০০৭)২৫. মাটিখোঁড়া পুরোনো করোটি (২০০৯)২৬. গোটাদেশজোড়া জউঘর (২০১০)২৭. হাসিখুশি মুখে সর্বনাশ (২০১১)২৮. প্রতি প্রশ্নে জেগে ওঠে ভিটে (২০১২)২৯. প্রিয় ২৫ : কবিতা সংকলন (২০১২)৩০. বহুস্বর স্তব্ধ পড়ে আছে (২০১৪)৩১. প্রেমের কবিতা (২০১৪)৩২. শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ (২০১৫)৩৩.শুনি নীরব চিৎকার (২০১৫)৩৪. এও এক ব্যথা উপশম (২০১৭)


২.
গদ্যগ্রন্থ

১. কালের মাত্রা ও রবীন্দ্রনাটক (১৯৬৯)২. নিঃশব্দের তর্জনী (১৯৭১)৩. ছন্দের বারান্দা (১৯৭২)৪. এ আমির আবরণ (১৯৮০)৫. উর্বশীর হাসি (১৯৮১)৬. শব্দ আর সত্য (১৯৮২)৭. নির্মাণ আর সৃষ্টি (১৯৮২)৮.কল্পনার হিস্টোরিয়া (১৯৮৪)৯. জার্নাল (১৯৮৫)১০. ঘুমিয়ে পড়া এলবাম (১৯৮৬)১১. কবিতার মুহূর্ত (১৯৮৭)১২. কবিতালেখা কবিতাপড়া (১৯৮৮)১৩. ঐতিহ্যের বিস্তার (১৯৮৯)১৪. ছন্দময় জীবন (১৯৯৩)১৫. কবির অভিপ্রায় (১৯৯৪)১৬. এখন সব অলীক (১৯৯৪)১৭. বইয়ের ঘর (১৯৯৬)১৮. সময়ের জলছবি (১৯৯৮)১৯. কবির মর্ম (১৯৯৮)২০. ইশারা অবিরত (১৯৯৯)২১. এই শহর রাখাল (২০০০)২২. ইচ্ছামতির মশা : ভ্রমণ (২০০২)২৩. দামিনির গান (২০০২)২৪. গদ্যসংগ্রহ ১-৬ (২০০২)২৫. অবিশ্বাসের বাস্তব (২০০৩)২৬. গদ্যসংগ্রহ - ৭ (২০০৩)২৭. সামান্য অসামান্য (২০০৬)২৮. প্রেম পদাবলী (২০০৬)২৯. ছেঁড়া ক্যামবিসের ব্যাগ (২০০৭)৩০. সময়পটে শঙ্খ ঘোষ : কবিতা সংকলন (২০০৮)৩১. ভিন্ন রুচির অন্ধকার (২০০৯)৩২. আরোপ আর উদ্ভাবন (২০১১)৩৩. বট পাকুড়ের ফেনা (২০১১)৩৪. গদ্যসংগ্রহ - ৮ (২০১৩)৩৫. দেখার দৃষ্টি (২০১৪)৩৬. আয়ওয়ার ডায়েরি (২০১৪)৩৭. নির্বাচিত প্রবন্ধ : রবীন্দ্রনাথ (২০১৪)৩৮. নির্বাচিত প্রবন্ধ : নানা প্রসঙ্গ (২০১৪)৩৯. নির্বাচিত গদ্যলেখা (২০১৫)৪০. গদ্যসংগ্রহ - ৯ (২০১৫)৪১. হে মহাজীবন : রবীন্দ্র প্রসঙ্গ (২০১৬)৪২. বেড়াতে যাবার সিঁড়ি (২০১৬)৪৩. অল্প স্বল্প কথা (২০১৬)৪৪. নিরহং শিল্পী (২০১৭)৪৮.গদ্যসংগ্রহ-১০ (২০১৮)৪৬. লেখা যখন হয় না (২০১৯)৪৭.পরম বন্ধু প্রদ্যুমন (২০১৯)৪৮. সন্ধ্যানদীর জলে : সংকলন (২০১৯)

৩.
ছোট ও কিশোরদের জন্যে লেখা

১. বিদ্যাসাগর (১৯৫৬)২.সকালবেলার আলো (১৯৭২)৩.শব্দ নিয়ে খেলা : বানান বিষয়ক বই {কুন্তক ছদ্মনামে লেখা }(১৯৮০)৪. রাগ করো না রাগুনী (১৯৮৩)৫. সব কিছুতেই খেলনা হয় (১৯৮৭)৬. সুপারিবনের সারি (১৯৯০)৭. আমন ধানের ছড়া (১৯৯১)৮.কথা নিয়ে খেলা (১৯৯৩)৯. সেরা ছড়া (১৯৯৪)১০. আমন যাবে লাট্টু পাহাড় (১৯৯৬)১১.ছোট্ট একটা স্কুল (১৯৯৮)১২. বড় হওয়া খুব ভুল (২০০২)১৩.ওরে ও বায়নাবতী (২০০৩)১৪. বল তো দেখি কেমন হত (২০০৫)১৫. অল্পবয়স কল্পবয়স (২০০৭)১৬. আমায় তুমি লক্ষ্মী বল (২০০৭)১৭. শহরপথের ধুলো (২০১০)১৮. সুর সোহাগী (২০১০)১৯. ছড়া সংগ্রহ (২০১০)২০. ছোটদের ছড়া কবিতা (২০১১)২১. ইচ্ছে প্রদীপ (২০১৪)২২.ছোটদের গদ্য (২০১৭)২৩. আজকে আমার পরীক্ষা নেই (২০১৮)


৩.
বক্তৃতা / সাক্ষাৎকার ভিত্তিক সংকলন

. অন্ধের স্পর্শের মতো (২০০৭)২.এক বক্তার বৈঠক : শম্ভু মিত্র (২০০৮)৩. কথার পিঠে কথা (২০১১) ৪. জানার বোধ (২০১৩)৫.হওয়ার দুঃখ (২০১৪)।


৪.
অগ্রন্থিত রচনা সংকলন

১. মুখজোড়া লাবণ্য (২০০৯)২.অগ্রন্থিত শঙ্খ ঘোষ (২০১৭)



পুরস্কার

১৯৭৭ খ্রিঃ "মূর্খ বড়, সামাজিক নয়" নরসিংহ দাস পুরস্কার।১৯৭৭ খ্রিঃ "বাবরের প্রার্থনা" র জন্য সাহিত্য একাদেমি পুরস্কার।১৯৮৯ খ্রিঃ "ধুম লেগেছে হৃদকমলে" রবীন্দ্র পুরস্কার।
সরস্বতী পুরস্কার "গন্ধর্ব কবিতাগুচ্ছ"১৯৯৯ খ্রিঃ "রক্তকল্যাণ" অনুবাদের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার।১৯৯৯ খ্রিঃ বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম পুরস্কার।২০১১ খ্রিঃ ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার।। ২০১৬ খ্রিঃ জ্ঞানপীঠ পুরস্কার



প্রখ্যাত কবি , সমালোচক শঙ্খ ঘোষ আর নেই। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কলকাতার নিজের বাসায় ৮৯ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। সেই সঙ্গে বাংলা কবিতার এক যুগের অবসান, বাংলা সাহিত্যের এক যুগের অবসান হলো।সত্যিই  এই লোভনীয় অতিমারি আমাদের  বর্তমান বাংলাকবিতাকে অন্ধকারে ঢেকে দিয়ে গেল।কবির     দীর্ঘ  কবিজীবনের সমাপ্তিতে 
তাঁর  কবিতায় শ্রদ্ধার্ঘ্য   নিবেদন করি— 








১.
জন্মদিন 



 
তোমার জন্মদিনে কী আর দেব এই কথাটুকু ছাড়া
আবার আমাদের দেখা হবে কখনো
দেখা হবে তুলসীতলায় দেখা হবে বাঁশের সাঁকোয়
দেখা হবে সুপুরি বনের কিনারে
আমরা ঘুরে বেড়াবো শহরের ভাঙা অ্যাসফল্টে অ্যাসফল্টে
গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে
কিন্তু আমাদের ঘিরে থাকবে অদৃশ্য কত সুতনুকা হাওয়া
ওই তুলসী কিংবা সাঁকোর কিংবা সুপুরির
হাত তুলে নিয়ে বলব, এই তো, এইরকমই, শুধু
দু-একটা ব্যথা বাকি রয়ে গেল আজও
যাবার সময় হলে চোখের চাওয়ায় ভিজিয়ে নেবো চোখ
বুকের ওপর ছুঁয়ে যাবো আঙুলের একটি পালক
যেন আমাদের সামনে কোথাও কোনো অপঘাত নেই আর
মৃত্যু নেই দিগন্ত অবধি
তোমার জন্মদিনে কী আর দেবো শুধু এই কথাটুকু ছাড়া যে
কাল থেকে রোজই আমার জন্মদিন।








২.
তুমি আর নেই সে তুমি 
 


 
তুমি বললে মানবতা
আমি বললে পাপ
বন্ধ করে দিয়েছে দেশ
সমস্ত তার ঝাঁপ
তুমি বললে হিটলারিও
জনপ্রেমে ভরা
আমি বললে গজদন্ত
তুমি বললে ছড়া ।

তুমি বললে বাঁচার দাবি
আমি বললে ছুতো
হামলে কেন এল সবাই
দিব্বি খেত শুত ।
হোক না জীবন শুকনো খরা
বন্ধ্যা বা নিষ্ফলা ।
আমি বললে সেপাই দিয়ে
উপড়ে নেবে গলা ।

তুমি বললে দণ্ডকে নয়
আপন ভূমিই চাই
আমি বললে ভণ্ড, কেবল
লোক খ্যাপাবার চাঁই ।
চোখের সামনে ধুঁকলে মানুষ
উড়িয়ে দেবে টিয়া
তুমি বললে বিপ্লব, আর
আমি প্রতিক্রিয়া ।



৩.
ভবিতব্য 


 
আগুন লেগেছে শূন্যে, আমোদে মেতেছে তটভূমি ।
হাড়পোড়া শব্দগন্ধ জড়িয়েছে গভীর আশ্লেষে
ঘুমন্ত মনেরও বোধ । মনে হয় একদিন তুমি
জলাধার হয়ে তবু দাঁড়াবে আমারই সামনে এসে ।
কতজনে জানতে চায় বেঁচে আছি আজও কি তেমনই —
অথবা কীভাবে আজও তোমাকেই ভেবেছি প্রবাহ !
তোমার সঞ্চয় তবে মিথ্যে থেকে মিথ্যে হয়ে এল?
আমারও প্রতীক্ষা তবে শেষ থেকে হয়ে এল শেষ?

আগুন ছড়ায় আরও, কোথাও কিছুই নেই বাকি
পুড়ে যায় চক্ষুতারা, পুড়ে যায় দূরে বনস্থলী —
তবুও কীভাবে আজও তোমাকেই ভবিতব্য ভাবি!
যে-কথা কারোরই কাছে বলা যায় না — কীভাবে তা বলি !







৩টি মন্তব্য:

  1. সংক্ষেপে সুন্দর স্মৃতিচারণ।

    সমরেশ মণ্ডল

    উত্তরমুছুন
  2. কবির সমগ্ৰ সাহিত্যকর্ম ও সংক্ষিপ্ত পরিচিতি খুব ভালো লাগলো। তাঁর মৃত্যুতে বাংলা তথা ভারতীয় সাহিত্যের অপূরণীয় ক্ষতি‌ হলো। কবি শঙ্খ ঘোষের মৃত্যু আমাদের সকলের জীবনে শোকের ছায়া নেমে এসেছে।

    উত্তরমুছুন
  3. সুন্দর শ্রদ্ধা নিবেদন। কবিকে প্রণাম।

    উত্তরমুছুন