লেবেল

সোমবার, ৫ এপ্রিল, ২০২১

এই সময়ের কবিতা ।। সেন্টু রঞ্জন চক্রবর্তী।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 






এই সময়ের কবিতা 


সেন্টু রঞ্জন চক্রবর্তী



১.

খেলা



খেলা হবে
খেলা হবে
খেলা সারা দেশটায়,
দর্শকেরা
মাঠের বাইরে
মরে জলের তেষ্টায়।

বাড়ি গিয়ে
হাঁড়ি দেখে
ঠান্ডা রসইয়ের চুল্লি,
পেটের ক্ষুধা 
পেটেই থাকে 
ঘুমে বিভোর বিল্লি।

কপাল ঠুকে
কি হল রে
আর যে পেটে সয়না,
যেমন শুনি
খেলার মাঠে
তেমন কেনো হয়না।

খেলা হবে
খেলা হবে
খেলার খবর পেলে,
মাঠের দিকে
অমনি ছুটে
ক্ষুধার কথা ভুলে।

খেলার নেশা
বড়ই নেশা
বেটে বলে খেলা,
অন্যের খেলা
দেখে দেখে
কাটিয়ে দেয় বেলা।

যারা খেলে
তাদেরই লাভ
বাকিদের সব বাকি,
নিজের ঢোল 
নিজেই ভাঙ্গে
যেমন ভাঙ্গে ঢাকি। 

চালাক যারা
খেলায় তারা
বেকুবেরা মশগুল গোলে,
অন্যের খেলায়
নিজের কি লাভ
ভাবেনা কভু ভুলে। 


২.
গণতন্ত্র


গণতন্ত্রের নামে
নরবলি হয়
উৎসবের নামে ধর্ষণ,
সংসদ যেন
বাঈজী বাড়ি আজ 
নাচে গানে ভরা কীর্তন। 

গণতন্ত্র কথা
কতটুকু হয়
ষড়যন্ত্রে মত্ত চাটুকার,
জলে ও তেলে
মিশায়ে কাড়ে 
মানুষের মৌলিক অধিকার। 

সংবিধান কথা
কে আর শুনে
মানেই বা কোন জন ?
সুবিধা মতো
বুলি আওড়ায়
নীতি নৈতিকতা দেয় বিসর্জন।

কিংবা কখনও
উপন্যাস যেন
চামচানামায় লেখা বাণী,
নির্লজ্জের  হাতে
সতীত্ব নষ্ট
সম্ভ্রম নিয়ে টানাটানি।

বাকি আর ফাঁকি
মিছে ডাকাডাকি
বসন্তের কোকিল যত,
বসে মগডালে
সন্ধ্যা সকালে
কুহু কুহু ডাকে অবিরত।

লাল কুকুর যে
শিয়ালের ভাই
সে কথা জানে কয়জন,
কৌশলে মারে
নিজেও মরে
মুরগিও ধরে যখনই প্রয়োজন।

গণতন্ত্রের বাণী
নীরবে কাঁদে
ষড়যন্ত্রের যাঁতাকলে,
মহাকাব্য লেখা 
গদ্যে ও পদ্যে
শুধু নিজেদের কথা বলে। 





আরও  পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_86.html


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন