রবিবারের গল্প
বসন্ত এসে গেছে
রঞ্জন ভট্টাচার্য
সত্যি কথা বলতে কি চারদিকে প্রকৃতির কোল আলো করে বসন্ত এসে গেছে গাছে গাছে মুকুলে মুকুলে । বনে বনে ভ্রমরের ডাকে মন-প্রাণ উদাস ।কোকিলের কুহু কুহু যেন কানে কানে বসন্তের আগমন জানান দেয়। আসন্ন যৌবনারম্ভে নবাগত যুবক-যুবতীরা প্রথম বসন্তের আগমনকে আস্বাদন ক'রে শরীর মন উজাড় ক'রে হৃদয়ঙ্গম করে।
তবে হৃদয়ের মনে কোন বসন্তের ছাপ নেই । নেই নেই ক'রে ওর জীবনে কত যে বসন্ত এলো আর গেলো গুনে শেষ করা যাবে না। তবে এবার মনে হয় হৃদয়ের জীবনে জলির আগমন বুঝি আসন্য। হৃদয় ও জলি হঠাৎই সুনন্দা পার্কে দু'জন দু'জনের মুখোমুখি ।চোখে আলিঙ্গনে আবদ্ধ। কেমন যেন অবসন্ন হয়ে পড়েছে দু'জনে। পিছন থেকে কারোর ঠেলায় দু'জন সরে দাঁড়ায়। কবে যেন দু'জন দু'জনার সাথে দেখা হয়েছিল মনে পড়ছে না।
দূরে বহুদূর থেকে মৃদু মন্দ বাতাসে ভাসতে ভাসতে কোকিলের সুর দু'জনকে মাতিয়ে দেয় আরো কাছে বকুল গাছের নিচে। হৃদয়ের হৃদ কম্পন যেন বেড়ে গেল ।কপাল জুড়ে ঘামের প্রলেপ। হৃদয় বুঝতে পারল যে সে যেন এক অন্য জগতে পা রেখেছে যেখানে শুধুই একা শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রামের শেষপ্রান্তে নির্জন মাঠের কুঁড়েঘরে। বসন্তে গোধূলির একাদশীর চাঁদের আলোর মাঝে ঝিরঝিরে হাওয়ায় এ যে রজক রজকিনী। যে বসন্ত জেগেছিল বিরহিণীর রাধার মনে। কালার সাথে। আজ যেন তাই হলো হৃদয় ও জলির জীবনে। একটু একটু করে আনন্দের ঘনঘটা হয়ে নতুন রূপে নতুন উদ্যমে এই কুঁড়েঘরে, যেখানে শুধু দুটি প্রাণী বাইরে পাহাড়া রত কাছে জোনাকির দল। চাঁদ যেন ব'লে গেল সূর্য ওঠার আগে আমি তোমাদের জাগিয়ে দেব নতুন করে। মন খুলে যাবে নতুন করে চোখ খুলে যাবে নতুন করে মন খুলে যাবে, নতুন উদ্যমে প্রাণ ভরে যাবে, আলিঙ্গনে সাক্ষী থাকবে বাতাস আর যারা তোমাদের জীবনে অক্সিজেন ও আলো নতুন পথে পথ দেখাবে বসন্ত আর বসন্ত হারাবে না। চিরবসন্ত হৃদয়ের বাঁধন হয়ে দু'জনকে এক করে দেবে নতুন পথের আশায়।
আরও পড়ুন 👇👇👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_4.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন