এ মাসের কবিতা
বনমালী নন্দী
১.
চৈত্র সংক্রান্তি
একটি নীরব শব্দের ভিতর হাঁটছে চৈত্র
পোড়ামাটির নদী
বৈরাগ্যের সূর্য ওঠে
গেরুয়া এক তারায়। চুপ তরঙ্গিত নদী উৎসব দু'পাড় ভাঙ্গে রক্তের ভেতর
আলোর ফুসফুসে টুকরো নিঃশ্বাস আর
উতপ্ত ছাই
সমুদ্র শিকড়ে আকাশ ঘরকন্না
স্কাচে ভর করে হেঁটে চলে চাঁদ
নক্ষত্র জিভ চেটে খায় নির্জনতা
ছুটছে পথ। বাতাস। প্রান্তর মাঠ
এখন রক্তের রঙ। রোদ রোদ
আলো নির্লজ্জ চোখ
আন্তরিক জানালা স্ক্যান করে পাঠায় টেবিল ঠিকানায়
স্মিত চুম্বন
চাঁদের গুছানো আলমারি থেকে ছুড়ে ফেলছে অন্ধকার উপন্যাস
সূর্যের নাভি মূলে চিতার উল্লাস
বিছানা প্রকৃত আত্মাকে পরিশুদ্ধ করার বাথরুম
রাত্রির চোখে কাজল অঙ্ক লিখে প্রেমিকার মুখ
পৃষ্ঠায় পৃষ্ঠায় আগুনের ঘর
চুপ কবরগুলি জলের গভীরে
ফুরায় সূর্যের আয়ু
পথ ঠিকানা ভুলে
যুবক চৈত্রের ছেঁড়া পাতা।
২.
লণ্ঠন
ফ্যামিলি ফটোফ্রেমে ঠাম্মার ছবি নেই
শুধু লণ্ঠন
ছিল লণ্ঠনই কেরোসিন পলতের সূর্যবাতি
ছিল নিশিথ আকাশ আর
চৈত্র অনুরাগ সংসার
ছিল সাঁকো আত্মার
মৃত্যু আর করুণাকে উপড়ে ফেলবে সমূদ্র আকাঙ্খা
এখন সময় সুখ অন্যরকম
ভাঙ্গে প্রাচীন সুন্দরতা
ছড়িয়ে ছিটিয়ে কাঁচকুচির জীবনচোখ
স্মৃতির মেঠো পা দুটিতে সৌন্দর্য হয়ে যায় অশ্রুর ঝরনা
ঝরনার জলছবিতে আত্মস্বর্গ
সিঁড়ি বেয়ে গেছে অহংকার আর হিংসা
আলোদম্ভে সাগরে জাহাজ ডুবি সবকিছু...
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_15.html


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন