লেবেল

শনিবার, ১৩ মার্চ, ২০২১

এ মাসের কবিতা।। জগদীশ চন্দ্র মন্ডল।। Ankurisha ।। E.Magazine।।Bengali Poem in literature ।।

 




এ মাসের কবিতা 


উন্নয়নের জোয়ার 

জগদীশ চন্দ্র মন্ডল 


চোখের পাতায় পর্দা আছে? দেখবি কি আর?
সুমুখ দিয়ে কেঁদে বেড়ায় কান্না পাহাড়।
আত্মসুখে মগ্ন থাকিস সারাবেলা,
বুকের ভেতর জমিয়ে রেখে হাসির খেলা।

তোদের কি আর সময় আছে গরিব দেখার?
বিধাতা তো পায়না সময় চিঠি লেখার।
তোরা আছিস রং-তামাশায় ব্যস্ত ভীষণ,
চোর হটিয়ে ডাকাত আনার দারুণ মিশন।

কারো ক্ষুধার খবর নেয়ার সময় আছে?
বিবেক তোদের বন্ধ আছে লোভের কাছে।
দেখ না চেয়ে বস্তি ঘরের আশেপাশে,
জমাট বাঁধা কান্নাগুলো করুণ হাসে।

উদম গায়ে নগ্ন পায়ে কাঁদছে শিশু,
ক্ষুধার জ্বালায় চলছে ছুটে মায়ের পিছু।
শূন্য হাঁড়ি চুলায় দিয়ে কাঁদছে মাতা,
মুখ লুকাতে তোরা চলিস মেলে ছাতা।

উন্নয়নের জোয়ার জলে আমরা ভাসি,
গাঁজার নেশায় মত্ত হয়ে দুঃখ নাশি।











আরও  পড়ুন 👇👇



https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_82.html








আজই আপনার  সেরা মৌলিক ও অপ্রকাশিত  লেখাটি পাঠিয়ে দিন।। মতামত  জানান।।

ankurishapatrika@gmail. com







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন