লেবেল

বুধবার, ৩ মার্চ, ২০২১

এ মাসের কবিতা।। রঙের উৎসব — সাতকর্ণী ঘোষ।। Ankurisha ।।E.Magazine ।Bengali poem in literature ।।

 


এ মাসের কবিতা 

রঙের উৎসব 

সাতকর্ণী ঘোষ


পলাশ বনে আগুন ফাগুন 

শিমুল বনে দোল

বোনটি আমার  বসন্ত রঙ

রবির গানের বোল।


হলুদ-লাল-সবুজ বরণ

কত রঙের খেলা 

আজ আসরে কথানন্দন

গান-কবিতার মেলা।


উড়ছে আবীর উড়ছে মন

আনন্দ বাতাসে 

মুখগুলি সব রূপ পেয়েছে 

উচ্ছাসে উচ্ছাসে।


কোন্ মুখটি হলুদ রাঙা

কোন্ মুখটি লাল

কোন্ মুখটি ঘন আঁধার

কোন্ -টি  আবার সকাল।


আজকে দিনের এই উৎসবে

রঙিন রঙিন সাজ

আকাশ বাতাস সবুজ জীবন

না থাকে তার লাজ।


সকল লজ্জা আয় ভেঙে আয় 

মনের দরজা খুলে 

বোনটি আমার ভাইটি আমার 

সকল হিংসা ভুলে। 


রঙে রঙে রঙিন হব

কথা হবে নন্দন 

সবার সাথে মিলব সবাই 

চন্দনে বন্ধন।




আরও  পড়ুন 👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/02/ankurisha-emagazine-bengali-poem-in_20.html




---------------- ---------------- ---------------- ---------------- 

এই বিভাগে  আপনিও আপনার  মৌলিক ও অপ্রকাশিত লেখাটি পাঠিয়েদিন। 


ankurishapatrika@gmail.com


----------------- ---------------- ---------------- ---------------- 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন